Recent

Midnapore: প্রাক্তনী নন, প্রাক্তন শিক্ষিকাও নন; তবুও স্কুলকে ভালোবেসে তহবিলে ১লক্ষ টাকা! সহৃদয় মহিলাকে সম্মান জানিয়ে গোদাপিয়াশাল স্কুলে রবীন্দ্র মূর্তি উন্মোচন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: আত্মকেন্দ্রিকতার যুগে শুধুমাত্র একটি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকেও ১লক্ষ টাকা দান করা যায়! একজন সাধারণ মহিলা হয়েও তাই ‘অসাধারণ’ হয়ে উঠলেন জঙ্গলমহল শালবনীর কাজল পান্ডে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কাছারিরোড সংলগ্ন স্টেশন পাড়ার বাসিন্দা কাজল দেবী শালবনী ব্লকেরই গোদাপিয়াশাল এম.জি.এম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে, বিদ্যালয় তহবিলে ১লক্ষ টাকা অনুদান হিসেবে তুলে দিয়েছেন। তিনি ওই স্কুলের প্রাক্তনী বা প্রাক্তন পড়ুয়া নন। প্রাক্তন শিক্ষিকাও নন। গ্রামাঞ্চলের বর্ধিষ্ণু এক পরিবারের সদস্যা। বছর ৫০’র কাজল দেবী অনূঢ়া। তবে, তাঁর ভাইপো, ভাইঝিরা (দাদা-ভাইয়ের ছেলেমেয়েরা) পড়ে গোদাপিয়াশাল স্কুলে। সেই ভালোবাসা থেকেই বিদ্যালয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি স্কুল কর্তৃপক্ষের হাতে তিনি (কাজল পান্ডে) এই টাকা তুলে দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের সহ-শিক্ষক মণিকাঞ্চন রায়। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল প্রসাদ চক্রবর্তী সহ বিদ্যালয় কর্তৃপক্ষ।

গোদাপিয়াশাল স্কুলের অনুষ্ঠানে:

আর, সেই অর্থেরই কিছুটা অংশ ব্যয় করে বিদ্যালয় প্রাঙ্গণে ‘কবিগুরু’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ২৫শে বৈশাখের পুণ্য লগ্নে সেই মূর্তি উন্মোচিত হলো। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে এই গোদাপিয়াশাল মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়েই ‘কবিপ্রণাম’ অনুষ্ঠান উদযাপিত হলো। শান্তিনিকেতনের মতো সজীব-সুন্দর পরিবেশে পালিত হল ‘বিশ্বকবি’-র ১৬৩তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বরুণ মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও প্রাক্তনীরাও। রবি ঠাকুরের গান, কবিতা, নৃত্যের মধ্য দিয়ে বিশেষ এই দিনটি উদযাপিত হয়। তারপরই, উন্মোচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি।

রবীন্দ্র মূর্তি উন্মোচন:

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

11 hours ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

15 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

1 day ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

2 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

2 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

3 days ago