thebengalpost.in
মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা ভবন :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: ঠিক তিন মাসের মাথায় মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবনের পাঁচিল টপকে চম্পট দিল তিন আবাসিক। লক্ষ্মী রাজপুত, সুস্মিতা কালসা ও আশা সর্দার নামে এই তিন আবাসিক বৃহস্পতিবার ভোররাতে পাঁচিল টপকে চম্পট দেয় বলে সূত্রের খবর। ইতিমধ্যে, তিন আবাসিকের খোঁজে তল্লাশি শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ।

thebengalpost.in
মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা ভবন :

জানা গিয়েছে, লক্ষ্মী রাজপুতের বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত গোকুলপুর এলাকায়, সুস্মিতা কালসার বাড়ি মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়ি এলাকায়। অপর আবাসিক আশা সর্দারকে দিনকয়েক আগেই মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় এই সরকারি হোমে নিয়ে আসা হয় নদীয়া জেলার হোম থেকে। প্রসঙ্গত, মাস তিনেক আগে এই সরকারি হোম থেকে একই উপায়ে চম্পট দিয়েছিলো তিন আবাসিক। পরে তাদের উদ্ধার করে পুলিশ। সাম্প্রতিক অতীতে একাধিকবার একই ঘটনা ঘটায়, প্রশ্ন উঠছে সরকারি এই হোমের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে। যদিও, আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা প্রশাসনের তরফে।