Recent

ক্ষুদিরামের জন্মভিটেতেই উল্টো জাতীয় পতাকা উত্তোলন! দ্রুত ভুল শুধরে নিলেও বিতর্ক জেলা জুড়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: ভারতমাতার বীর সন্তান, মেদিনীপুরের অগ্নি-কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসু’র ১১৪ তম ‘আত্মবলিদান দিবস’ উপলক্ষে তাঁর ‘জন্মভিটে’ (মতান্তরে, মেদিনীপুর শহরের হবিবপুর) হিসেবে পরিচিত কেশপুর ব্লকের মোহবনী’তে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, মোহবনী ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে। ঐতিহাসিক এই দিনে, ঐতিহ্যমণ্ডিত সেই মোহবনীর মাটিতে দাঁড়িয়েই উল্টো জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কের মুখে স্বয়ং মোহবনী ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং কেশপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। যদিও ভুল শুধরে নেওয়া হয় সঙ্গে সঙ্গেই! ক্যামেরার সামনে মুখ না খুললেও, দু’জনই ক্ষোভ প্রকাশ করলেন অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা কর্মীদের উপর! দ্বিতীয়বার অবশ্য সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়‌। পশ্চিম মেদিনীপুরের মোহবনীতে কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসু’র জন্মভিটে (মতান্তরে, বাসস্থানে)’র আকাশজুড়ে পতপত করে উড়লো ভারতের ‘তেরঙ্গা’ পতাকা।

উল্টো পতাকা উত্তোলন :

ভুল শুধরে নেওয়া হল সাথে সাথেই :

উল্লেখ্য যে, বুধবার (১১ আগস্ট) শহীদ ক্ষুদিরামের ১১৪ তম আত্মবলিদান দিবস উপলক্ষে ক্ষুদিরামের জন্মভিটে হিসেবে পরিচিত মোহবনী গ্রামে আয়োজন করা হয় শহীদ স্মরণের। মোহবনী ডেভলপমেন্ট অথরিটির সভাপতি তথা জেলাশাসক ড. রশ্মি কমলের আহ্বানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানের শুরুতেই ঘটে বিপত্তি! উল্টে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়, জেলাশাসক ও রাজ্যের মন্ত্রীকে। যদিও পতাকা উত্তোলন হয়ে গেলেও, দড়ি বাঁধার আগেই নজরে আসে বিষয়টি। সাথে সাথেই নামানো হয় পতাকা। এই ঘটনাকে ঘিরে চরম বিতর্কে জেলাশাসক ও রাজ্যের দাপুটে মন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা। যদিও ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁদের। তবে, এই বিতর্কের রেশ এখন কতদূর গড়ায় সেটাই দেখার!

জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং মন্ত্রী শিউলি সাহা পতাকা উত্তোলন করলেন :

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago