thebengalpost.in
অভীপ্সা 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস' এর পুরস্কার নিয়ে :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন:‘রত্নগর্ভা মেদিনীপুর’ এর আরও এক খুদে শিল্পী “ইন্ডিয়া বুক রেকর্ডস” (India Book of Records) এ জায়গা করে নিলো। সাত বছরের ছোট্ট অভীপ্সা তার আন্তরিক প্রচেষ্টা আর ঐশ্বরিক প্রতিভার বিচ্ছুরণে এই স্বীকৃতি অর্জন করে শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের পীঠস্থান মেদিনীপুরকে আরও একবার সমৃদ্ধ করলো। মেদিনীপুর শহরের রাজারপুকুরের বাসিন্দা খুদে শিল্পী অভীপ্সা চৌধুরী গত ২৫ শে মে (২০২১) এই স্বীকৃতি লাভ করেছে। সম্প্রতি, তার বাড়িতে এসে পৌঁছেছে “ইন্ডিয়া বুক অফ রেকর্ডস” এর পুরস্কার ও শংসাপত্র। অতিমারীর এই গৃহবন্দী সময়েও অভীপ্সা শিক্ষা ও সাংস্কৃতিক অনুশীলনে নিজেকে নিয়োজিত রেখে, গত এক বছরে ৪৭ টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্থান অর্জন করেছে, বাংলা টিভি চ্যানেল ‘রূপসী বাংলা’র অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং ৫ টি আন্তর্জাতিক লাইভে আমন্ত্রণ পেয়েছে। এই সকল কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ অভীপ্সা’কে সম্মানিত করেছে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ কর্তৃপক্ষ।

thebengalpost.in
অভীপ্সা চৌধুরী :

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও মেদিনীপুরের একাধিক শিশু শিল্পী তথা বহুমুখী প্রতিভার অধিকারী শিশু’রা জিতে নিয়েছে “ইন্ডিয়া বুক রেকর্ডস” এর স্বীকৃতি। সেই তালিকায় নতুন সংযোজন ছোট্ট অভীপ্সা। অভীপ্সা’র বাবা সম্রাট চৌধুরী গত মাসে মেয়ের গত এক বছরের সাফল্যের নথি “ইন্ডিয়া বুক অফ রেকর্ডস” এ পাঠিয়েছিলেন। সংস্থার বিচারকেরা সেই তথ্য বিচার-বিশ্লেষণ করে অভীপ্সা’কে “ইন্ডিয়া বুক অফ রেকর্ডস” এ জায়গা দেওয়ার কথা নিশ্চিত করেন। মাত্র ৭ বছর ৫ মাস বয়সে এই সাফল্য পেয়ে ছোট্ট অভীপ্সা আপ্লুত। খুশি অভীপ্সা’র পরিবার -পরিজন, শিক্ষক শিক্ষিকারা। অভীপ্সা’র মা ঈপ্সিতা চৌধুরী বলেন, “ওর শিক্ষাগুরুরাই ওর সাফল্যের আসল কারিগর।” মেদিনীপুর শহরের ভগবতী শিশু শিক্ষায়তনের দ্বিতীয় শ্রেণীর এই কৃতী ছাত্রী ভবিষ্যতে একজন ভালো বাচিক শিল্পী হতে চায়।