দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের অধীন নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরে মহিলা কর্মী নিয়োগ করা হবে। চলতি সপ্তাহেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.paschimmedinipur.gov.in)। সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর (রেসিডেন্সিয়াল) পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা।

thebengalpost.net
জেলাশাসকের কার্যালয় (প্রতীকী ছবি) :

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, জেলাশাসকের কার্যালয়ে ওয়ান স্টপ সেন্টারের জন্য এই মহিলা কর্মী নিয়োগ করা হবে। পদটি অসংরক্ষিত। তাই, জেনারেল (বা, সাধারণ) ক্যাটাগরীর মহিলারাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তরের (PG) যোগ্যতা থাকা দরকার। বাংলা এবং ইংরেজি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানা দরকার। কম্পিউটারের কাজে অভিজ্ঞতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে (মহিলাদের জন্য) ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হলে ভালো। এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। তবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। চলতি সপ্তাহের বুধবার (২৩ আগস্ট) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। জেলা প্রশাসনের ওয়েবসাইট (www.paschimmedinipur.gov.in) থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। তবে, জেলাশাসকের দফতরে বা কার্যালয়ের সুনির্দিষ্ট ড্রপ বক্সে ফর্ম জমা দিতে অফলাইনে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই ওয়েবসাইট দেখুন।