Recruitment

TET 2022: ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেই পরীক্ষা হল দুই মেদিনীপুরে! “NCTE গাইডলাইন মেনেই হয়েছে প্রশ্ন”, জানালেন পরীক্ষার্থীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১১ ডিসেম্বর: স্বচ্ছতা এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপোষ করেনি পর্ষদ। তৎপর ছিল পুলিশ প্রশাসনও। দুই মেদিনীপুর তথা রাজ্যজুড়ে নির্বিঘ্নেই হল প্রাথমিকের টেট পরীক্ষা (Primary TET 2022)। এদিকে, প্রশ্ন ফাঁস রুখতে রবিবার ৬ জেলায় তিন ঘণ্টা বন্ধ ছিল (সাড়ে এগারোটা থেকে আড়াইটা) ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে, দুই মেদিনীপুর (পূর্ব ও পশ্চিম মেদিনীপুর) ছাড়াও দুই দিনাজপুর, মুর্শিদাবাদ ও মালদা জেলায় পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। তবে, পরীক্ষা শেষে বেশিরভাগ পরীক্ষার্থীরাই জানালেন, “এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্র হয়েছে NCTE গাইডলাইন মেনে। যাঁরা ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিয়েছেন বা মন দিয়ে শিক্ষকতার প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তাঁদের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়।”

পরীক্ষা হল নির্বিঘ্নেই :

অন্যদিকে, রবিবার সারা রাজ্যের ১ হাজার ৪৬০টি পরীক্ষাকেন্দ্রে হল এই টেট পরীক্ষা। পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। যদিও, অনুপস্থিত ছিলেন প্রায় কয়েক হাজার। সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হয়েছে পরীক্ষার্থীদের। ১১ টা ৫’ এর পর আসা বহু প্রার্থীকেই ফেরত যেতে হয়েছে। মেদিনীপুর থেকে মালদা, কাঁথি থেকে কলকাতা- এমন বহু চাকরি প্রার্থীকে চোখের জল ফেলতেও দেখা গেল! তবে, বেশ কিছু পরীক্ষাকেন্দ্রে আবার সামান্য দেরিতে আসা প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়েছে। ঠিক একইরকমভাবে কিছু কিছু পরীক্ষাকেন্দ্রে মহিলা চাকরিপ্রার্থীদের শরীরে কোনোরকম গহনা বা অলংকার জাতীয় ধাতব বস্তু রাখতে দেওয়া হয়নি। আবার, অনেক পরীক্ষাকেন্দ্রেই এ নিয়ে কড়াকড়ি ছিলোনা! ঠিক তেমনই, রাজ্যের বেশিরভাগ পরীক্ষাকেন্দ্রে আড়াই ঘন্টার পরীক্ষাতে জলের বোতল নিয়েও ঢুকতে দেওয়া হয়নি। অনেক পরীক্ষাকেন্দ্র আবার জলের বোতল ‘অ্যালাউ’ করেছে। তবে, দু’একটি জেলাতে ‘ভেনু’ বা ‘পরীক্ষাকেন্দ্র’ নিয়ে সমস্যা ছাড়া, মোটের উপর নির্বিঘ্নেই সম্পন্ন হল ‘প্রাইমারি টেট ২০২২’। “প্রশ্ন” নিয়েও কোনোরকম ‘প্রশ্ন’ ওঠেনি। এখন “প্রশ্ন” শুধু নিয়োগের সদিচ্ছা আর শূন্যপদ নিয়েই!

প্রশ্নপত্র নিয়ে অভিযোগ নেই:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago