Salboni

Midnapore: কর্ণগড় মন্দিরের অদূরেই নতুন গ্রামীণ হাটের সূচনা, টাটকা সবজি মিলবে শহরের চেয়ে অর্ধেক দামে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের অন্যতম এক ঐতিহাসিক পর্যটনকেন্দ্র শালবনির কর্ণগড়। মা মহামায়া-র মন্দির ছাড়াও রয়েছে রানি শিরোমণির স্মৃতিধন্য শিরোমণির গড় ও বিনোদন উদ্যান। এখানকার বেশ কয়েকটি প্রাচীন মন্দির ও স্থাপত্য পেয়েছে ‘স্টেট প্রটেক্টেড মনুমেন্ট’ এর স্বীকৃতিও। কর্ণগড়ের সেই মন্দির ও রানি শিরোমণির গড়ের অদূরেই ডাঙরপাড়া এলাকায় সোমবার থেকে সূচনা হলো গ্রামীণ হাটের। সোমবার বিকেলে এর উদ্বোধন হয়। প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত বসবে এই গ্রামীণ হাট। সোমবার উদ্বোধনের দিনই এই হাট ঘিরে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যায় এলাকাবাসীদের মধ্যে।

টাটকা সবজি নিয়ে কৃষকরা:

বিজ্ঞাপন (Advertisement):

স্থানীয় রাধাকৃষ্ণ মন্দির কমিটি’র উদ্যোগে কর্ণগড়, ডাঙরপাড়া সহ আশেপাশের ১৫টি গ্রামের বাসিন্দাদের কৃষকদের জন্যই এই গ্রামীণ হাটের সূচনা হয়। উদ্যোক্তাদের তরফে দীনেশ দাস, বাপি মাইতি, পীযূষ মাইতি, রঞ্জিত মোহান্তি প্রমুখ বলেন, ‘এই হাটের বিশেষত্ব হলো এখানে সরাসরি কৃষকরা নিজেদের ফলানো ফসল বিক্রি করতে পারবেন। ফলে মাঝখানে থাকছে না কোন ফোড়ে বা দালালরা। এর ফলে কৃষকরা যেমন লাভবান হবেন, ঠিক তেমনই মেদিনীপুর শহরের থেকে প্রায় অর্ধেক দামে জিনিসপত্র কিনতে পারবেন ক্রেতারা।’

প্রথম দিনই উৎসবের মেজাজ:

স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী জগন্নাথ পাত্র বলেন, ‘এখান থেকে মেদিনীপুর শহরের রাজাবাজার প্রায় ১০-১২ কিলোমিটার দূরে। সেখান থেকেই সবজি কিনতে হতো এই এলাকার বাসিন্দাদের। এই হাট বসার ফলে সকলেই উপকৃত হবেন।’ সোমবার সন্ধ্যায় জগন্নাথ ছাড়াও এই বাজারে গিয়েছিলেন স্থানীয় দেবপ্রসাদ মণ্ডল, চন্দন দাস, প্রসুন মুখার্জি সহ অনেকেই। তাঁরা জানান, মেদিনীপুর শহরের থেকে অর্ধেক দামে সবজি কিনেছেন তাঁরা। এমনকি আলু-পেয়াজ-আদা-রসুন’এর দামও অনেক কম। উদাহরণ হিসেবে তাঁরা জানান, আলু ও পেঁয়াজ এই হাটে ১০-১৫ টাকা কেজি। বেগুন ২৫-৩০ টাকা কেজি। ফুলকপি প্রতি পিস ৭-১০টাকা। বাঁধাকপি ১০-১২ টাকা। মুলো, গাজর ২৫-৩০ টাকা কেজি। বিভিন্ন ধরনের শাক, টমেটো, ধনেপাতা, কাঁচালঙ্কা, শসাও মেদিনীপুর শহরের থেকে অর্ধেক দামেই মিলেছে বলে জানান হাটের উদ্যোক্তা থেকে উপস্থিত ক্রেতারা। এই হাটে বসেছিলেন হরেনাথ কিস্কু, স্বপন পয়ড়্যা সহ এলাকার কৃষকরা। তাঁরা বলেন, ‘সরাসরি নিজেদের চাষের ফসল ক্রেতাদের বিক্রি করতে পারছি। ফলে অনেক কম দামে বিক্রি করেও নিজেদের লাভ রাখা সম্ভব হচ্ছে। সর্বোপরি, বাড়ির কাছেই জমি থেকে তুলে সরাসরি ফসল বিক্রি করতে পারছি।’ খুশি ক্রেতা ও বিক্রেতা সকলেই। শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ বলেন, ‘খুব ভালো উদ্যোগ। আমরা সবসময়ই পাশে আছি।’ মেদিনীপুর শহরবাসীর উদ্দেশ্যে তাঁর আহ্বান, ‘মা মহামায়া-র মন্দিরের অদূরেই রয়েছে রানি শিরোমণির গড় ও পার্ক। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে তা সংস্কার করা হচ্ছে। আপনারা এই গড় ও মন্দির দেখতে আসুন। সোমবার ও বৃহস্পতিবার এলে, উপরি পাওনা হিসেবে কম দামে একেবারে টাটকা-টাটকা সবজিও কিনে নিয়ে যেতে পারবেন।’

দাম কম আলু, পেঁয়াজ ও সবজির:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

1 day ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

6 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago