Social Work

Midnapore: রাখীর আগেই প্রাণের বন্ধন! দলমত নির্বিশেষে বন্ধুত্বের হাত বাড়িয়ে শহর মেদিনীপুরে ‘দোস্তানা’, ডেবরায় প্রতিভার বিচ্ছুরণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট:রাত পোহালেই ২২ শে শ্রাবণ! প্রকৃতির বৃষ্টি-ধারা আর নয়নের অশ্রু-ধারা মিলেমিশে একাকার হওয়ার দিন। প্রিয় ‘রবি’র ‘ঠাকুর’ হওয়ার দিন! ‘বন্ধুত্ব’ নিয়ে তিনিই লিখে গেছেন, “বন্ধু, রহো রহো সাথে/ আজি এ সঘন শ্রাবণপ্রাতে….।” অন্তহীন সেই বন্ধুত্বের ‘শপথ’ নিয়েই, ২১ শে শ্রাবণ, রবিবার (৭ আগস্ট, ইংরেজি তারিখ হিসেবে রবি ঠাকুরের প্রয়াণ দিবস), বৃষ্টিস্নাত মেদিনীপুর শহরে আয়োজিত হল- ‘দোস্তানা’। ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে হাতে হাত রেখে ‘মানববন্ধন’ এর অভিনব সাক্ষী হয়ে রইল জেলা শহর। সোমে ২২ শে শ্রাবণ, মঙ্গলে মহরম এবং বিশ্ব আদিবাসী, বৃহস্পতিতে শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস আর রাখী বন্ধন- আর এই সব কিছুকে সামনে রেখেই মেদিনীপুরের সমাজকর্মীরা শহরের গান্ধী মূর্তির পাদদেশে আয়োজন করেছিলেন, অভিনব এই অনুষ্ঠান- ‘দোস্তানা’। হাতে রাখী পরিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। গান্ধী মূর্তির পাদদেশে একটি চারাগাছ লাগিয়ে সবুজ শহরের বার্তা দেন পৌরপিতা সৌমেন খান এবং জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজয় হাজরা। উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, লেখিকা রোশনারা খান, জাতীয় শিক্ষক বীরেন পাল, নছিপুর আদিবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাথ ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত স্বপন পড়িয়া, কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, সাহিত্যিক বিদ্যুৎ পাল সহ বহু গুণীজন।

সবুজের শপথ:

আয়োজকদের তরফে মৃত্যুঞ্জয় সামন্ত, মণিকাঞ্চন রায়-রা জানান, “ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এরকম এক ‘বন্ধুত্ব দিবস’ আয়োজনের মূল উদ্দেশ্য, সমাজে মানুষ মানুষের পাশে থাকবে, বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে। আর, শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামে অগ্রণী মেদিনীপুর শহর থেকেই সেই বার্তা ছড়িয়ে পড়বে।” এদিনের মানব বন্ধনে অংশ নেয় মেদিনীপুর কুইজকেন্দ্র, মেদিনীপুর ছাত্র সমাজ, জঙ্গলমহল উদ্যোগ, সংকল্প ফাউন্ডেশন সহ একাধিক সামাজিক সংগঠন ও সমাজকর্মীরা।

গান্ধী মূর্তির পাদদেশে:

‘টিম দোস্তানা’র এদিনের সকালের কর্মকান্ডের পর ডেবরার চককুমার এসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিসের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ‘বাল্মিকী প্রতিভার বিকাশ’ কর্মসূচী সম্পন্ন হয়। ছাত্রদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। অনন্য সুন্দর পরিবেশে কচিকাচাদের প্রতিভা বিকশিত করার কাজটি করে চলেছেন ত্রিদিব দাস বেরা। এই অনুষ্ঠানে উপস্থিত ‘ছাত্র সমাজ’ এর পক্ষ থেকে কৃষ্ণগোপাল চক্রবর্তী ও কৌশিক কঁচ বলেন, “এই আবাসনে শুধু জেলার নয়, জেলার বাইরে এমনকি দেশের বাইরের ছেলেরাও থাকে। হোম সম্পর্কে মানুষের যে ধারণা রয়েছে, তা ভ্রান্ত প্রমাণ করে এই হোম।” এখানে উপস্থিত থেকে উৎসাহিত করলেন শিক্ষিকা মধুশ্রী দাস, ডাঃ জগদীশ মাইতি, অনির্বাণ মাইতি, পীযূষ ঘোষ, নরসিংহ দাস, সুদীপ কুমার খাঁড়া, বিপ্লব আর্য প্রমুখ।

কচিকাঁচাদের সঙ্গে:

প্রাণের উচ্ছ্বাস:

প্রেমের বন্ধন:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago