দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: “নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান…!” জেলা শহর মেদিনীপুরের সুপরিচিত ইংরেজি মাধ্যম স্কুল (ICSE & ISC) বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “স্পেকট্রাম-২০২৩” (Spectrum- 2023)- এর মঞ্চে বিদ্যালয়ের কচিকাঁচারা যেন গীতিকার অতুলপ্রসাদের স্মরণসুন্দর এই গানের লাইনগুলিই তাদের অসাধারণ উপস্থাপনায় তুলে ধরল। গত দু’দিন (২১-২২ ডিসেম্বর) ধরে ধর্ম-বর্ণ-সৌন্দর্য আর মানবতার নানা রঙে রঙিন হয়ে ওঠে শহরের রাঙামাটিতে অবস্থিত বিদ্যাসাগর শিশু নিকেতনের অনুষ্ঠান মঞ্চ।

thebengalpost.net
উদ্বোধনী অনুষ্ঠানে:

অসাধারণ কোলাজের মধ্য দিয়ে বিদ্যালয়ের পড়ুয়ারা জন্ম সার্ধ শতবর্ষে ঋষি অরবিন্দ এবং জন্ম শতবর্ষের সূচনায় সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। আবার, মহাদেবের রুদ্রমূর্তি কিংবা শ্রীকৃষ্ণ-রাধার প্রেম, যীশু খ্রিস্টের জন্ম আর ঈদের আনন্দও ফুটে ওঠে কচিকাঁচাদের মনোজ্ঞ নৃত্যকলার মধ্য দিয়ে। অতিরিক্ত মোবাইল ব্যবহারের কু-ফল থেকে ইসরো-র চন্দ্রাভিযানের সাফল্যও তুলে ধরা হয় অনুষ্ঠানে। শিবাজী, কর্ণ, মণিমল্লিকা, লিচু চোর প্রভৃতি অনুষ্ঠানগুলিও মন জয় করে অতিথি আর দর্শকদের।

thebengalpost.net
অতিথিদের সঙ্গে অধ্যক্ষা চান্দা মজুমদার ও প্রধান শিক্ষিকা শবনম দত্ত:

দু’দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উপস্থিত থেকে প্রায় তিন হাজার পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উৎসাহিত করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সন্দীপ টুডু, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) প্রাণতোষ মাইতি, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. প্রবীর কুমার চক্রবর্তী, বিদ্যাসাগর শিশু নিকেতনেরই প্রাক্তন অধ্যক্ষা প্রীতি দাস কানুনগো প্রমুখ। বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতি চান্দা মজুমদার ও প্রধান শিক্ষিকা শবনম দত্ত বলেন, “আমাদের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর আন্তরিকতায় দু’দিনের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়েছে।”

thebengalpost.net
কচিকাঁচাদের অনুষ্ঠান:

thebengalpost.net
স্পেকট্রামের মঞ্চে: