Society

ফতোয়ায় বন্ধ মেয়ের বিয়ে থেকে চাষের কাজ! বিগত একবছর ধরে “একঘরে” পশ্চিম মেদিনীপুরের ৭ টি পরিবার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: একবছর ধরে সামাজিক বয়কটের শিকার! রীতিমতো “একঘরে” করে রাখা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ টি পরিবারকে। পানীয় জল আনতে যেতে হয় ৩ কিলোমিটার দূর থেকে, ধান কুটোতে যেতে হচ্ছে ৫ কিলোমিটার দূরে, গ্রামের মন্দিরে ওঠা বারণ, গ্রামের দোকানে যাওয়া বারণ, এমনকি বিয়েবাড়ি কিংবা অন্নপ্রাশনের অনুষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা! সর্বোপরি, চাষের কাজ বন্ধ বিগত একবছর ধরে। এমনটাই অভিযোগ ওই পরিবারগুলির। এমনকি, অন্য পরিবারের কেউ যদি তাঁদের সাথে যোগাযোগ রাখেন বা বাড়িতে যান, তাদেরকেও সামাজিক বয়কটের শিকার হতে হচ্ছে বলে জানালেন এক গ্রামবাসী! মধ্যযুগীয় এই ফতোয়ার কথা সংবাদমাধ্যমে উঠে আসার পরই নিন্দার ঝড় সর্বত্র। জানা গেছে, দীর্ঘ প্রায় এক বছর ধরে সামাজিক বয়কটের শিকার ডেবরা ব্লকের ১০/১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালুয়া আকুব (কালুয়া বৃন্দাবন) গ্রামের বাসিন্দা কৃষ্ণেন্দু দাস গোস্বামী ও নকুল হাইতের পরিবার। ৬ মাস সামাজিক বয়কটের শিকার নারায়ন চন্দ্র গাঁতাইত, বাদল গাঁতাইত, আশোক গাঁতাইত, অজিত গাঁতাইত, আসিত গাঁতাইতের পরিবার। কৃষ্ণেন্দু দাস গোস্বামী’র দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্বের মাধ্যমে গ্রামের মানুষ তাঁর পরিবারকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে। দাবি গ্রামের এক রাস্তা তৈরিকে কেন্দ্র করে গ্রামের লোকের সাথে তাঁর বচসা বাধে এবং তারপর থেকেই প্রায় এক বছর ধরে তাঁকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে গ্রামের মানুষরা।

সবিতা দাস গোস্বামী, বয়কটের শিকার পরিবারের গৃহবধূ :

ঘটনা সূত্রে জানা যায়, নতুন রাস্তা হওয়ার জন্য দুই জমির মালিককে রাস্তার জন্য জমির কিছুটা অংশ দিতে হবে দাবি ছিল শাসকদল ঘনিষ্ঠদের। জমির মালিক কৃষ্ণেন্দু দাস গোস্বামী ও নকুল হাইত জানান, “আমরা রাস্তার জন্য জমি দেবো তবে দুই পাশের জমি নিতে হবে। একপাশের জমির অংশ এতটা কেন!” এই নিয়ে শুরু হয় গ্রামবাসীদের মধ্যে বচসা। সেটাকে কেন্দ্র করে ওই গ্রামের দুটি পরিবারকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়। স্থানীয় পঞ্চায়েতকে জানানোর পরও কোন সুরাহা হয়নি! বরং ওই পঞ্চায়েতের কাছ থেকেও দুটি পরিবারকে বঞ্চনার শিকার হতে হয় বলে অভিযোগ। বয়কটের শিকার একটি পরিবারের গৃহকর্ত্রী ভবানী হাইত অভিযোগ করেন, “আমার দুটি মেয়ের বিয়ে দিতে গেলে, বারংবার বিয়ে আটকে দেয় ওই গ্রামের কিছু মানুষ। এমনকি আমাদের একশো দিনের কাজ থেকেও বঞ্চিত কর হয়, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য বালি নিয়ে আসতে দেওয়া হয়নি।” কৃষ্ণেন্দু’র স্ত্রী সবিতা দাস গোস্বামীর অভিযোগ, “আমাদের একবছর ধরে একঘরে করে রাখা হয়েছে। মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানও করতে দেওয়া হয়নি।” এরই মধ্যে আর একটি নতুন রাস্তার জন্য ওই একইরকম ভাবে জমি দিতে হবে বলে জানানো হয় কয়েকটি পরিবারকে। ১৩ টি জন জমির মালিক জমি দিতে না চাওয়ায় তাদেরও বিভিন্ন সরকারি ও সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখার অভিযোগ উঠেছে। অসিত কুমার গাঁতাইত নামে এক ব্যক্তির অভিযোগ, “গত ৫-৬ মাস ধরে চাষবাস করতে দেওয়া হয়নি। বয়কট করে রেখেছে।” সমস্ত অভিযোগ উড়িয়ে গ্রাম পঞ্চায়েত গোবিন্দ সামাইয়ের দাবি, “সামাজিক বয়কটের অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন, আমরা এই বয়কট কোনভাবে বরদাস্ত করি না। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ওনাদের ডাকা হলে উনারা আলোচনা সভায় উপস্থিত না হয়ে, বিভিন্ন জায়গায় এইরম ভাবে অভিযোগ জানান।”

বয়কটের শিকার নকুল হাইতের পরিবার :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago