thebengalpost.net
সেই বাড়ি (মির্জাবাজার, মেদিনীপুর) :

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, নিসর্গ নির্যাস, ১৭ সেপ্টেম্বর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আজ। ৭১ তম জন্ম দিবস পালিত হচ্ছে মহাসমারোহে। বিজেপির পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, ধুমধাম করে নয়, জনগণের কল্যাণের জন্য কাজ করেই পালন করা হবে নরেন্দ্র মোদীর জন্মদিন। অথচ, পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরেই জরাজীর্ণ অবস্থায় প্রধানমন্ত্রীর বাসস্থান। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। তিনি ছিলেন বাংলার প্রধানমন্ত্রী। আবার চমকে গেলেন? হ্যাঁ এখন যেমন দেশের প্রধানমন্ত্রী হয়, তখন বাংলার-ও থাকতো প্রধানমন্ত্রী।

thebengalpost.net
সোহরাওয়ার্দী (ছবি- গুগল) :

সময়টা দেশভাগের আগে। ১৯৪৬ সাল। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহারাওয়ার্দি (Husyen Saheed Sohrawardi) তাঁর বাড়ি ছিল- মেদিনীপুর শহরের মির্জাবাজারে। তাঁর নামানুসারেই এলাকার নাম সোহারাওয়ার্দি মহল্লা। অবশ্য তা জানেন খুব কম লোকই! ‘মন্দিরময় পাথরা’র প্রাণপুরুষ ইয়াসিন পাঠান বলেন, “ভগ্নপ্রায় এই বাড়িটির সংরক্ষণ প্রয়োজন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে বিনীত আবেদন। এলাকার বাসিন্দাদের দাবি, ঐতিহ্যমণ্ডিত এই বাড়িটিকে দেওয়া হোক হেরিটেজ মর্যাদা।”‌‌ (ছবি: বাদশা পাঠান)
সোহারাওয়ার্দি ছবি: সংগৃহীত (গুগল)

thebengalpost.net
সেই বাড়ি (মির্জাবাজার, মেদিনীপুর) :