দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: মেধাবী মেয়ে তখন বি.এসসি নার্সিং (B.Sc Nursing) এ পাঠরতা। মেয়েকে ছাড়তেই বাইকে করে স্থানীয় বাস স্টপেজে গিয়েছিলেন। মেয়েকে নামিয়ে, বাইক স্ট্যান্ড করার সময়ই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! একটি কয়লা বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে বছর ২৩ এর গার্গী-কে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নং ব্লকের দুবরাজপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র চৌধুরী’র ছোট মেয়ে গার্গী’র! ২০১৯-এর ১৫ সেপ্টেম্বরের সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করলে, আজও কান্নায় ভেঙে পড়েন কন্যাহারা স্বপন বাবু। অন্তরে শোকের সাগর বয়ে বেড়াচ্ছেন সপরিবারে! চেয়েছিলেন আদরের ছোট মেয়েকে সকলের মাঝেই বাঁচিয়ে রাখবেন। সেই ইচ্ছে থেকেই মেয়ের নামে গড়ে দিলেন দু’টি স্কুল ভবন। নাম দিলেন, ‘গার্গী ভবন’। অবসর গ্রহণের তিনমাস পর, তাঁর অবসরকালীন সংবর্ধনা উপলক্ষে, নিজের সেই প্রাণপ্রিয় দুবরাজপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা’তে গড়ে দেওয়া দুটি ভবনের উদ্বোধন হল মঙ্গলবার (২২ মার্চ)! এই স্কুলেই বাবার হাত ধরে প্রাথমিকের পাঠ নিতে আসতো গার্গীও। এদিন তাই ফের একবার শোকে, স্মৃতিতে, আবেগ আর অন্তরবেদনায় হাউহাউ করে কেঁদে উঠলেন স্বপন বাবু! সকলে জড়িয়ে ধরলেন তাঁদের প্রিয় শিক্ষক মশাইকে।
সন্তান হারানোর শোক বুকে লালন করলেও, আদরের কন্যার ‘স্মৃতি’ সকলের মাঝে উজ্জ্বল করে রাখতেই
দুবরাজপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন্দ্র চৌধুরী’র এই প্রয়াস! সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে গড়ে দিয়েছেন স্কুলের দোতলার দু’টি ভবন। তাঁর এই মহান ভাবনা ও উদ্যোগ-কে সমর্থন জানিয়েছেন স্ত্রী শম্পা চৌধুরী এবং বড় মেয়ে কঙ্কনা চৌধুরী-ও। ফের একবার যা ‘মহামনীষী’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেদিনীপুর-কে গর্বিত করলো। প্রসঙ্গত, ২০২১-এর ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেছেন সৌমেন্দ্র বাবু। তবে, অতিমারী পরিস্থিতিতে তাঁর অবসরকালীন সংবর্ধনা স্থগিত রেখেছিলেন স্কুলের শিক্ষক মশাইরা! সৌমেন্দ্র বাবু-ও চেয়েছিলেন, তাঁর অন্তরের বাসনা আগে পূরণ হোক; তারপর তিনি সংবর্ধনা নেবেন। অবশেষে, ভবন উদ্বোধন আর সংবর্ধনা, একদিনেই সম্পন্ন হলো এক আবেগমথিত পরিবেশে! শোকে আর স্মৃতিতে ভেসে গিয়ে সৌমেন্দ্র বাবু বললেন, “নিজের হাতে খাইয়ে, মেয়েকে এই স্কুলে নিয়ে আসতাম। তারপর বড় হলো, নার্সিংয়ে সুযোগ পেল! নিয়তির নিষ্ঠুর পরিহাসে, হঠাৎ একদিন সব শেষ। তবে, সশরীরে ও হারিয়ে গেলেও, ওর স্মৃতি যাতে এই কচিকাঁচাদের মধ্যেই উজ্জ্বল হয়ে থাকে, সেজন্যই এই ভাবনা!” চোখে জল সৌমেন্দ্র বাবুর। প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে তখন কাঁদছেন সকলেই!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…