Sports

Football Academy: জেলার প্রতিভাবান ফুটবলারদের খোঁজে শালবনীতে ফুটবল অ্যাকাডেমি! প্রাক্তন ভারত অধিনায়কের উপস্থিতিতে মেদিনীপুরে হল চূড়ান্ত ট্রায়াল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: সুব্রত মুর্মু, মৌসুমী মুর্মু, সুজাতা মাহাতোদের মতো জেলা থেকে আরো অনেক প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অক্টোবর মাসের শুরুতেই ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন হতে চলেছে। মেদিনীপুর বিধায়ক জুন মালিয়া-র উদ্যোগে এবং শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শালবনীর নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আগামী ৩ অক্টোবর ‘শালবনী ফুটবল অ্যাকাডেমি’-র সূচনা হতে পারে বলে সোমবার জানিয়েছেন শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ। সোমবার মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে চূড়ান্ত ট্রায়ালের মধ্য দিয়ে এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য জেলার প্রায় ৫০ জন খুদে ফুটবলারকে বেছে নেওয়া হয়। এদিন সেই উপলক্ষেই উপস্থিত হয়েছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা বিখ্যাত গোলকিপার সুব্রত পাল। এর আগে, গত তিন দিন ধরে শালবনীর নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে চলছিল জেলার অনূর্ধ্ব ১২ ফুটবলার সহ মহিলা ফুটবলারদের নিয়ে ফুটবল ট্রায়াল।

বিজ্ঞাপন:

সোমবার মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ফাইনাল ট্রায়াল। এই ট্রায়ালের মাধ্যমে ছেলে ও মেয়ে মিলিয়ে প্রায় মোট ৫০ জন অনূর্ধ্ব ১২ ফুটবলার সহ বিভিন্ন বয়সের জুনিয়র ফুটবলার নির্বাচিত হয়। ফাইনাল ট্রায়ালে মেন্টর হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা গোলকিপার সুব্রত পাল। আগামীদিনে তিনি এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণও দেবেন বলে জানিয়েছেন বিধায়ক জুন মালিয়া। সুব্রত এদিন সশরীরে উপস্থিত থেকে এই অ্যাকাডেমির জন্য ফুটবলারদের নির্বাচিত করেন। সুব্রত পাল ছাড়াও এই ফাইনাল ট্রায়ালে উপস্থিত ছিলেন বিদেশি কোচ পল, বিধায়ক জুন মালিয়া, মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তোরই, মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, ফুটবল প্রশিক্ষক তাপস ঘোষ, বাবলু দিগার, অসিত পাল, আবির আগরওয়াল, রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত বলেন, “আমাদের বাংলার খুব কম জেলাতেই ফুটবলের জন্য এইরকম উদ্যোগ নেওয়া হয়।” এই বিশেষ উদ্যোগের জন্য বিধায়ক জুন মালিয়া, সন্দীপ সিংহ, সঞ্জিত তোরই সহ জেলা ফুটবল সংস্থার বিভিন্ন সদস্য ও আধিকারিকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। অপরদিকে, সুব্রত-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেদনীপুরের বিধায়ক সহ জেলা, মহকুমা ও ব্লক ক্রীড়া সংস্থার সদস্যরা।

চূড়ান্ত ট্রায়াল মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে :

খুদে ফুটবলারদের সঙ্গে সুব্রত:

News Desk

Recent Posts

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

18 mins ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

11 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

5 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago