Sports

Midnapore: কর্ণগড়ের রানী শিরোমণির ইতিহাস এবার পাঠ্যক্রমে! শালবনীতে রাজ্য ক্রীড়ার উদ্বোধনে আশ্বাস শিক্ষামন্ত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: “কর্ণগড়ের রানী মাগো অস্ত্র ধরেছিল/ কলকাতার লোকে উকে চুয়াড় বলেছিল!” প্রচলিত এক লোকসঙ্গীত। তবে, ‘প্রচলিত’ এই ‘অপবাদ’ কি এবার ঘুচতে চলেছে? চুয়াড় বিদ্রোহের নেত্রী রানী শিরোমণির ইতিহাস পাঠ্যক্রমে আসুক, জঙ্গলমহলবাসী তথা মেদিনীপুরবাসীর দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছিলেন। শুক্রবার শিরোমণির স্মৃতিধন্য কর্ণগড়ের অদূরে শালবনী নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে দাঁড়িয়ে সেই ‘দাবি’ পূরণের বিষয়েই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেভাবে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন, তাতে অন্তত খুশি আপামর শালবনী তথা মেদিনীপুরবাসী।

রাজ্য ক্রীড়ার উদ্বোধনে:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, মেদিনীপুর শহরের উপকন্ঠে শালবনীর কর্ণগড় থেকেই দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-‘৯৯) নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি। রানী শিরোমণির ইতিহাস বিজড়িত সেই শালবনীতেই এবার আয়োজিত হচ্ছে প্রাথমিকের ‘৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’। শুক্রবার শালবনীর নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে দু’দিন ব্যাপী এই রাজ্য ক্রীড়ার উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা প্রখ্যাত নাট্যকার ব্রাত্য বসু। রাজ্যের ২৪টি জেলার প্রায় ৮৭০ জন শিশু শিক্ষার্থীকে নিয়ে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শাল-মহুয়ার দেশ শালবনীর এই স্টেডিয়ামে আয়োজিত রাজ্য ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলা তথা দেশের দুই বিখ্যাত প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি ও অলোক মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরেক ক্যাবিনেট মন্ত্রী (সেচ ও জলসম্পদ উন্নয়ন) মানস রঞ্জন ভুঁইয়া, দুই রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত ও শিউলি সাহা, জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, সাংসদ জুন মালিয়া, বিধায়ক সুজয় হাজরা, দীনেন রায়, অজিত মাইতি, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সহ পর্ষদের অন্যান্য আধিকারিকরা। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী ধামসা-মাদলের তালে তালে এবং আদিবসী নৃত্য, ছৌ নৃত্য প্রভৃতির মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।

শালবনী স্টেডিয়ামে:

উল্লেখ্য যে, ৪০তম এই বার্ষিক রাজ্য ক্রীড়ার পোডিয়াম (পুরস্কার বিতরণের মঞ্চ) তৈরি করা হয়েছে শিরোমণিকে উৎসর্গ করেই। মূল মঞ্চও হয়েছে রানীর রাজপ্রাসাদের আদলে। সেই সঙ্গে শ্রদ্ধা জানানো হয়েছে মেদিনীপুরের বীর স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের। মূল মঞ্চের পাশেই পূর্ণাবয়ব প্রতিকৃতি তৈরি করা হয়েছে নবজাগরণের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শহিদ ক্ষুদিরাম বসু, তিন অত্যাচারী জেলাশাসকের নিধনকারী বিমল দাশগুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশু পাল, অনাথ বন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্তের। অনুষ্ঠান মঞ্চে ওঠার আগে শিক্ষামন্ত্রী তাঁদের শ্রদ্ধা জানান। নিজের বক্তব্যেও তিনি তুলে ধরেন মেদিনীপুরের ঐতিহ্য ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। স্মরণ করেন ক্ষুদিরাম, প্রদ্যোৎ ভট্টাচার্যদের। সেই সঙ্গে পরাধীন ভারতবর্ষের প্রথম রাজনৈতিক বন্দিনী রানী শিরোমণির বীরত্বের কাহিনীর উপরও আলোকপাত করেন। ১৭৯৮-‘৯৯ খ্রিস্টাব্দে যেভাবে মেদিনীপুরের এই সমস্ত এলাকার কৃষকদের সংগঠিত করে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, সেই বীরগাথাই আরো একবার স্মরণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। বলেন, “ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জন্মের প্রায় দু’দশক আগেই এই এলাকায় রানী শিরোমণি ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কৃষক বিদ্রোহে (ব্রিটিশরা ব্যঙ্গ করে যে বিদ্রোহকে চুয়াড় বিদ্রোহ নাম দিয়েছিলেন) নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে শ্রদ্ধেয় মন্ত্রী তথা ‘মেদিনীপুরের ভূমিপুত্র’ মানস রঞ্জন ভুঁইয়ার সঙ্গে আলোচনা হচ্ছিল। তিনি আমার কাছে এই আবেদন রেখেছেন। আমি কথা দিচ্ছি মুখ্যমন্ত্রীর অনুমোদনক্রমে এই বিষয়টি সিলেবাস কমিটির কাছে পাঠানোর উদ্যোগ গ্রহণ করব।” মঞ্চ থেকে নামার পরও শিক্ষামন্ত্রী জানান, “শিরোমণির বীরত্বের ইতিহাস পাঠক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে এর আগে কুনাল ঘোষও আমার কাছে আবেদন রেখেছিলেন। আজ, মাননীয় মন্ত্রী মানস বাবুও বললেন। আমি সর্বোতভাবে চেষ্টা করব, এটুকু আপনাদের আশ্বস্ত করছি।” মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, “শিক্ষামন্ত্রীর এই আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি। লক্ষ্মীবাঈয়ের জন্মগ্রহণের (১৮২৮) ১৬ বছর আগে ব্রিটিশদের হাতে বন্দিনী অবস্থায় মৃত্যুবরণ (১৮১২ সালের ১৭ সেপ্টেম্বর) করেছেন রানী শিরোমণি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সেই ইতিহাস জানেন। সেজন্যই রেলমন্ত্রী থাকাকালীন তিনি যেমন শিরোমণির নামাঙ্কিত ট্রেন চালু করেছিলেন, ঠিক তেমনই রানীর গড়ের উন্নয়নে বিভিন্ন সময়ে কয়েক কোটি টাকা অনুমোদন করেছেন। শিরোমণির গড়টিকে রাজ্যের হেরিটেজ কমিশন প্রত্নতাত্ত্বিক মর্যাদাও দিয়েছে ইতিমধ্যে। এবার শিরোমণির ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে আশ্বস্ত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।”

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু:

বর্ণাঢ্য শোভাযাত্রা:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago