Sports

Eden Gardens: বেগুনি ইডেন বদলে গেল হলুদ সমুদ্রে! কলকাতায় আপ্লুত ধোনি বললেন খড়্গপুরের কথা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের ইডেন শুরু থেকে শেষ পর্যন্ত দখলে থাকলো ধোনির চেন্নাই সুপার কিংসেরই! ম্যাচের আগেই স্টেডিয়াম জুড়ে শুধুই হলুদ ঢেউ। একটাই আওয়াজ ‘ধোনি ধোনি!’ সমস্ত আবেগ ভারতের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক তথা কিপার-ব্যাটার’কে ঘিরেই। নাইটদের নিয়ে তেমন আবেগ নেই। থাকবেই বা কি করে! নেই সৌরভ। নেই ঋদ্ধিমান’রাও। কলকাতা নাইট রাইডার্স এখন যেন শুধু ‘নাইট রাইডার্স’ এ পরিণত হয়েছে। ‘কলকাতা’র আবেগ-ও তাই উধাও! রবিবাসরীয় সন্ধ্যায় তাই বাঙালির সব আবেগের কেন্দ্রবিন্দুতে থাকলেন একজনই! প্রিয় ক্রিকেটার, ‘বিশ্বজয়ী’ প্রাক্তন ভারত অধিনায়ক তথা পড়শি রাজ্যের মাহি। বিশাল ব্যবধানে (৪৯ রানে) নাইটদের হারিয়ে আবেগাপ্লুত ধোনিও তাই বলতে বাধ্য হলেন, “মনে হল যেন হোম ম্যাচ খেললাম!” কিন্তু, এর রহস্য কি? রবি শাস্ত্রী-কে এর উত্তর দেওয়ার সময়, স্মৃতির সরণি বেয়ে মহেন্দ্র সিং ধোনি পৌঁছে গেলেন ‘রেল শহর’ খড়্গপুরে!

ইডেনের রং হলুদ :

ধোনি বললেন, “আমি অনূর্ধ্ব ষোলো বা উনিশ (আন্ডার সিক্সটিন/ নাইনটিন) খুব বেশি খেলিনি। তবে, কলকাতা থেকে মাত্র ২ ঘন্টা গেলেই খড়্গপুর। চাকরির (রেল) সূত্রে যেখানে আমি জীবনের অনেকটা সময় কাটিয়েছি। শুধু ক্রিকেট নয়, অনেক ফুটবলও খেলেছি। মনে হচ্ছে ভালোবাসা সেখান থেকেই এসেছে।” ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র এও বলেন, “কলকাতাতেও আমি অনেক ম্যাচ খেলেছি। কলকাতা আমার কাছে বাড়ির মতো….কলকাতার এই ভালোবাসায় আমি আপ্লুত।” প্রসঙ্গত, রেলের টিকিট পরীক্ষকের কাজ নিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে কাটিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ‘রেল শহর’ খড়্গপুরের সেরসা স্টেডিয়াম থেকে শুরু করে স্টেডিয়াম সংলগ্ন থমাসের চা দোকান সহ খড়্গপুরের অলিতে গলিতে এখনও ‘মাহি’র স্মৃতি যেন অনুভব করেন তাঁর সেই সময়ের বন্ধুবান্ধব থেকে শুরু করে খড়্গপুরের একটা বড় অংশ! তবে, ধোনির মনের মণিকোঠাতেও যে খড়্গপুর এখনও একটা বড় অংশ দখল করে আছে, তা আবারো বোঝালেন তিনি।

মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni):

News Desk

Recent Posts

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

17 mins ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

11 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

5 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago