Sports

Eden Gardens: বেগুনি ইডেন বদলে গেল হলুদ সমুদ্রে! কলকাতায় আপ্লুত ধোনি বললেন খড়্গপুরের কথা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের ইডেন শুরু থেকে শেষ পর্যন্ত দখলে থাকলো ধোনির চেন্নাই সুপার কিংসেরই! ম্যাচের আগেই স্টেডিয়াম জুড়ে শুধুই হলুদ ঢেউ। একটাই আওয়াজ ‘ধোনি ধোনি!’ সমস্ত আবেগ ভারতের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক তথা কিপার-ব্যাটার’কে ঘিরেই। নাইটদের নিয়ে তেমন আবেগ নেই। থাকবেই বা কি করে! নেই সৌরভ। নেই ঋদ্ধিমান’রাও। কলকাতা নাইট রাইডার্স এখন যেন শুধু ‘নাইট রাইডার্স’ এ পরিণত হয়েছে। ‘কলকাতা’র আবেগ-ও তাই উধাও! রবিবাসরীয় সন্ধ্যায় তাই বাঙালির সব আবেগের কেন্দ্রবিন্দুতে থাকলেন একজনই! প্রিয় ক্রিকেটার, ‘বিশ্বজয়ী’ প্রাক্তন ভারত অধিনায়ক তথা পড়শি রাজ্যের মাহি। বিশাল ব্যবধানে (৪৯ রানে) নাইটদের হারিয়ে আবেগাপ্লুত ধোনিও তাই বলতে বাধ্য হলেন, “মনে হল যেন হোম ম্যাচ খেললাম!” কিন্তু, এর রহস্য কি? রবি শাস্ত্রী-কে এর উত্তর দেওয়ার সময়, স্মৃতির সরণি বেয়ে মহেন্দ্র সিং ধোনি পৌঁছে গেলেন ‘রেল শহর’ খড়্গপুরে!

ইডেনের রং হলুদ :

ধোনি বললেন, “আমি অনূর্ধ্ব ষোলো বা উনিশ (আন্ডার সিক্সটিন/ নাইনটিন) খুব বেশি খেলিনি। তবে, কলকাতা থেকে মাত্র ২ ঘন্টা গেলেই খড়্গপুর। চাকরির (রেল) সূত্রে যেখানে আমি জীবনের অনেকটা সময় কাটিয়েছি। শুধু ক্রিকেট নয়, অনেক ফুটবলও খেলেছি। মনে হচ্ছে ভালোবাসা সেখান থেকেই এসেছে।” ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র এও বলেন, “কলকাতাতেও আমি অনেক ম্যাচ খেলেছি। কলকাতা আমার কাছে বাড়ির মতো….কলকাতার এই ভালোবাসায় আমি আপ্লুত।” প্রসঙ্গত, রেলের টিকিট পরীক্ষকের কাজ নিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে কাটিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ‘রেল শহর’ খড়্গপুরের সেরসা স্টেডিয়াম থেকে শুরু করে স্টেডিয়াম সংলগ্ন থমাসের চা দোকান সহ খড়্গপুরের অলিতে গলিতে এখনও ‘মাহি’র স্মৃতি যেন অনুভব করেন তাঁর সেই সময়ের বন্ধুবান্ধব থেকে শুরু করে খড়্গপুরের একটা বড় অংশ! তবে, ধোনির মনের মণিকোঠাতেও যে খড়্গপুর এখনও একটা বড় অংশ দখল করে আছে, তা আবারো বোঝালেন তিনি।

মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni):

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago