দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ঢড়রাশোল (মেদিনীপুর সদর ব্লকের) গ্রাম থেকেই উত্থান মোহনবাগান-ইস্টবেঙ্গলে দাপিয়ে খেলে বেড়ানো পিন্টু মাহাতো-র! পিন্টু এখন রেলওয়ের টিমে খেলে। বৃহস্পতিবার সাত সকালে সেই পিন্টু-র গ্রামেই দাপিয়ে ফুটবল খেললো জঙ্গলমহলবাসীর প্রিয় দাঁতাল রামলাল। চাঁদড়া রেঞ্জের ঢড়রাশোল গ্রামের মাঝে ছোট্ট ফুটবল মাঠে এদিন সকালে যখন এলাকার কচিকাঁচারা ফুটবল খেলায় মেতে উঠেছিল, ঠিক সেই সময়ই পৌঁছে যায় রামলাল। এরপর, গ্রামের কচিকাঁচাদের পরিবর্তে মাঠের দখল নেয় সুবিশাল রামলাল-ই। শুরু হয় তার স্কিল দেখানো!
বেশ কিছুক্ষণ চুটিয়ে ফুটবল খেলে রামলাল। ফ্রন্ট টাচ, ব্যাক টাচে দর্শকদের মুগ্ধও করে সে! কখনও পা দিয়, কখনও আবার শুঁড় দিয়েও ফুটবল খেলে পূর্ণবয়স্ক এই দাঁতালটি। এরপর, মাঠ থেকে গ্রামের মাটির রাস্তা দিয়ে খেলতে খেলতে জঙ্গলে প্রবেশ করে সে। এর মাঝখানে অবশ্য দু’খানা ফুটবল ফাটিয়েও দেয় সে।তবে, রামলালের আগমনে এদিন হুলুস্থুল পড়েনি মোটেই! কারণ, গোটা জঙ্গলমহলের কাছেই রামলাল অত্যন্ত শান্ত হাতি হিসেবেই পরিচিত। এদিন তাই রামলালকে ফুটবল বাড়িয়ে দিয়ে দূর থেকে তার খেলা উপভোগ করতে থাকে গ্রামের ছেলে-ছোকরারা। এমনকি একটা ফুটবল ফাটিয়ে দেওয়ার পর বাড়িয়ে দেওয়া হয় আরেকটিও। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে মনের আনন্দে ফুটবল খেলে জঙ্গলে প্রবেশ করে রামলাল। বৃহস্পতিবার সাত সকালেই রামলালের খেলা দেখে আপ্লুত গ্রামবাসীরা! ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। (রামলালের খেলা দেখুন 👇)
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…