Sports

Vidyasagar University: বিদ্যাসাগরের ‘ভারতসেরা’ মেয়েদের রাজকীয় সংবর্ধনা! মেদিনীপুর শহর জুড়ে একটাই আওয়াজ ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মে:সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতা ‘খেলো ইন্ডিয়া’ (Khelo India)-তে চ্যাম্পিয়ন (Champion) হয়েছে ‘মেদিনীপুরে গর্ব’ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল। প্রথমে বাংলা এবং পরে ইস্ট জোন (পূর্ব ভারত) চ্যাম্পিয়ন হয়ে, প্রথমবার কোনো সর্বভারতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল। আর, সুযোগ পেয়েই, রাজ্যের প্রথম কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় -ই ছিনিয়ে নিয়ে এসেছিল বিজয়ী’র শিরোপা। গত ২ মে, সোমবার সকালে আয়োজিত ফাইনাল ম্যাচে, পাঞ্জাবের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় -কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিদ্যাসাগরের বীরাঙ্গনারা! আজ, বৃহস্পতিবার (২৬ মে) ‘খেলো ইন্ডিয়া’ চ্যাম্পিয়ন বিদ্যাসাগরের এই মহিলা ফুটবল টিমকেই দেওয়া হল রাজকীয় সংবর্ধনা। হুডখোলা গাড়িতে করে গোটা মেদিনীপুর শহর ঘোরানো হল মহিলা ফুটবলারদের। আর, শহরের চারপাশে থেকে উঠল একটাই আওয়াজ ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’!

মেদিনীপুর শহর‌ প্রদক্ষিণ :

শহর প্রদক্ষিণের পর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে মেয়েদের সংবর্ধিত করা হল। তুলে দেওয়া হয় উপহার, শংসাপত্র প্রভৃতি। উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু বলেন, “তোমরা শুধু আমাদের গর্ব নও, মেদিনীপুরের গর্ব নও, তোমরা সমগ্র বাংলার গর্ব! বাংলা এবার সন্তোষ ট্রফি জিততে পারেনি বলে অনেকের মন খারাপ হয়েছিল। তোমরা ‘ভারতসেরা’ হয়ে আমাদের দুঃখ অনেকখানি ভুলিয়ে দিয়েছো। তবে, একটাই কথা, এই সাফল্য যেন তোমাদের মধ্যে আত্মতুষ্টি আসতে না দেয়। আরো অনেক সাফল্য তোমাদের অর্জন করতে হবে। আগামীকাল থেকে আবারও নতুন করে শুরু হোক সাধনা।” প্রসঙ্গত, বেঙ্গালুরু-র জৈন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘খেলো ইন্ডিয়া- ২০২১’-র মহিলা ফুটবল বিভাগে এবার চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ছাত্রীরা জগৎসভায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই নয়, উচ্ছ্বসিত আপামর মেদিনীপুরবাসীও। এদিনের, এই রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু, নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী সহ সকল আধিকারিক ও অধ্যাপক বৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (কারা ও সমাজকল্যাণ) কেম্পা হোন্নাইয়া প্রমুখ।

বিদ্যাসাগরের বীরাঙ্গনারা:

উপাচার্য, রেজিস্ট্রার ও অধ্যাপকদের সঙ্গে :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

3 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago