মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি: গতবারের ‘চ্যাম্পিয়ন টিম’ বলে কথা! এবারও ইস্ট জোন চ্যাম্পিয়ন। ‘ঘরের মাঠে’ নিজেদের প্রথম ম্যাচেও মেজাজেই শুরু করলেন মমতা, তুলসী, সুজাতা-রা! সর্বভারতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবলের (All India Inter University Women’s Football Tournament) প্রথম দিন (মঙ্গলবার, ৯ জানুয়ারি), নিজেদের প্রথম ম্যাচে লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয় (Lovely Professional University)-কে 2-0 ব্যবধানে পরাজিত করলেন বিদ্যাসাগরের (Vidyasagar University) মেয়েরা। দু’টি গোলই করেছেন তুলসী হেমব্রম। উল্লেখ্য যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টেডিয়ামে (শহীদ ক্ষুদিরাম স্মৃতি ক্রীড়াঙ্গনে) আয়োজিত এই ম্যাচে ৬৬ মিনিটের পর থেকে ১০ জনে খেলেও এই জয় ছিনিয়ে নিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় রেফারির সঙ্গে তর্ক বাধিয়ে লাল কার্ড দেখেন বিদ্যাসাগরের এক ফুটবলার!
প্রসঙ্গত, গত বছরও (2022-’23) আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবলে সর্বভারতীয় স্তরে অর্থাৎ জাতীয় চ্যাম্পিয়ন হয়ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। আর এবার ১৬-টি টিমের (বিশ্ববিদ্যালয়-কে) সর্বভারতীয় প্রতিযোগিতার আয়োজক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-ই। স্বাভাবিকভাবেই ঘরের মাঠের বা চেনা মাঠের ‘সুবিধা’ নিয়ে কিছুটা এগিয়েই শুরু করছেন তুলসী হেমব্রম, মমতা সিং, সুজাতা মাহাত-রা! সোমবার (৮ জানুয়ারি) বর্ণাঢ্য শোভাযাত্রা যখন মেদিনীপুর শহর পরিক্রমা করে, মমতা-সুজাতাদের তাই যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে। হুডখোলা গাড়ি থেকে তাঁরা দৃপ্ত কন্ঠে ঘোষণা করেছেন, “এবারও চ্যাম্পিয়ন হব আমরাই! শুধু আপনাদের সমর্থন প্রয়োজন।” এবার দলের ‘ক্যাপ্টেন’ (Captain) মমতা সিং। দলে আছেন কন্যাশ্রী কাপে (IFA পরিচালিত রাজ্য স্তরের মহিলা ফুটবল লীগ)-র সর্বোচ্চ গোলদাতা (২০২৩ সালে ২৩টি গোল করেন সুরুচি সংঘের হয়ে) তথা শালবনী জাগরণের ফুটবলার সুজাতা মাহাত। এছাড়াও, জাগরণ ফুটবল অ্যাকাডেমির বর্নালী মাহাত, সীমা মাহাত-রাও আছেন বিপক্ষ-কে কাত করে দেওয়ার জন্য!
অন্যদিকে, মঙ্গলবার (৯ জানুয়ারি) যথাক্রমে মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়াম এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্ষুদিরাম স্মৃতি ক্রীড়াঙ্গনে আয়োজিত লীগ পর্যায়ের অন্য ৭টি খেলায় জয়ী হয়েছে যথাক্রমে- আন্নামলাই বিশ্ববিদ্যালয় (4-0 ব্যবধানে পরাজিত করেছে কোটা ইউনিভার্সিটিকে); রাঁচি বিশ্ববিদ্যালয় (2-0 ব্যবধানে পরাজিত করেছে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়কে); মাদ্রাজ বিশ্ববিদ্যালয় (মুম্বাই বিশ্ববিদ্যালয়কে 4-0 ব্যবধানে পরাজিত করেছে); হরিয়ানার গুরু জেইউএসটি বিশ্ববিদ্যালয় (চেন্নাইয়ের ভেলস ইউনিভার্সিটিকে 2-0 ব্যবধানে পরাজিত করেছে); গোয়া বিশ্ববিদ্যালয় (সম্বলপুর ইউনিভার্সিটিকে 2-1 ব্যবধানে পরাজিত করেছে); LNIPE গোয়ালিয়র ( এলএন মিথিলা বিশ্ববিদ্যালয়কে 2-1 ব্যবধানে পরাজিত করেছে) এবং হরিয়ানার বংশী লাল ইউনিভার্সিটি (কেরালার কালিকট বিশ্ববিদ্যালয়কে 2-1 ব্যবধানে পরাজিত করেছে)। আজ (বুধবার) দুপুরে (১২ টা নাগাদ) লীগ পর্যায়ের (গ্রপ-ডি) দ্বিতীয় ম্যাচে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করবে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের এবং আগামীকাল (বৃহস্পতিবার) লীগ পর্যায়ের শেষ ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের। চারটি গ্রুপ (এ, বি, সি ও ডি) থেকে ৮-টি টিমকে নিয়ে ১২ জানুয়ারি (শুক্রবার) হবে পরবর্তী পর্যায়ের খেলা। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি (শনিবার)।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টাকা-পয়সার লেনদেন জনিত কারণেই বৃহস্পতিবার ভর সন্ধ্যায়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৫ জুলাই: ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কান্ডে…