Suicide

Paschim Medinipur: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী শালবনীর ব্যবসায়ী! ২৪ ঘন্টা পরেও ‘কারণ’ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: হাসিখুশি, মিশুকে যুবক তারাপদ (তারু নামেই এলাকায় পরিচিত) যে এই কাণ্ড ঘটিয়ে ফেলবে, তা কেউ ঘুনাক্ষরেও ভাবতে পারেননি! প্রতিবেশী-বন্ধুবান্ধবেরা বলছেন, শুক্রবার সকালেও গ্রামের দোকানে একসাথে তাঁরা চা খেয়েছেন। ধান কাটা নিয়ে গল্প করেছেন। তার কয়েক ঘন্টা পরেই বাসে চেপে ভাদুতলা গিয়েছেন। অন্যান্য দিন অবশ্য নিজের বাইকে করেই বেরোতেন! সকাল এগারোটা-সাড়ে এগারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ওই ভাদুতলা জঙ্গলমহল স্টেশনেই প্যাসেঞ্জার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন, শালবনী ব্লকের জাড়া গ্রামের বছর ৪২ এর তারাপদ ঘোষ। এলাকায় ইঁট-পাথর সাপ্লাইয়ের ব্যবসায়ী হিসেবে যথেষ্ট নাম ছিল তারাপদ’র। বাবা সুনীল ঘোষও এলাকার নামকরা ব্যবসায়ী ছিলেন। তাঁর মৃত্যুর পর, মা-স্ত্রী-সন্তান’কে নিয়ে সুখের সংসারই ছিল তারাপদ’র। একমাত্র ছেলে সৌম্যদীপ মৌপাল উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র। পড়াশোনাতেও ভালো বলে জানা গেছে। ব্যবসা ছাড়াও বাবা-মা’র একমাত্র ছেলে তারাপাদ (তিন দিদির বিয়ে হয়ে গেছে) চাষবাসও করতেন মন দিয়ে। সবমিলিয়ে একপ্রকার সুখের সংসার বলাই যায়! তবে, ব্যবসার বহর বাড়ার কারণে, ইদানিং নাকি আর্থিক টানাপোড়েন চলছিল। সেটাই হয়তো কাল হল! এছাড়া, তাঁর আত্মহত্যার আর কোনও কারণ খুঁজে পাচ্ছেন না কেউই।

ভাদুতলা জঙ্গলমহল স্টেশনে আত্মহত্যা তারাপদ ঘোষের :

যদিও তাঁর পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন একটু মানসিক অবসাদে ভুগছিলেন! কথাবার্তা একটু কমিয়ে দিয়েছিলেন। বাড়ির লোক অবশ্য ভেবেছিলেন, শরীরটা হয়তো ক’দিন ঠিকঠাক যাচ্ছে না। তাই ডাক্তারও দেখানো হয়েছিল বলে জানা গেছে। শুক্রবার তারাপদ যখন ব্যবসার কাজে যাবেন বলে বের হচ্ছিলেন, সেই সময় তাই মা ও স্ত্রী বাধা দিয়েছিলেন বলেও জানা গেছে। তবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবেন বলে বেরিয়েছিলেন তারাপদ। ব্যবসার কাজে ভাদুতলা প্রায়ই আসতে হত তারাপদ’কে। তাঁর দুটি ট্রাক্টর এই এলাকায় ভাড়া দেওয়া ছিল বলে জানা গেছে। এই ভাদুতলাতে তারাপদ যাদের সঙ্গে গল্পগুজব করতেন বা আড্ডা দিতেন, তাঁরাও ভাবতে পারেননি তারাপদ এই কাণ্ড ঘটিয়ে ফেলবে! দিন চার-পাঁচেক আগেও দিব্যি খোশমেজাজে আড্ডা দিয়েছেন বলে জানা গেছে। তবে, কাউকে কাউকে নাকি জানিয়েছিলেন, “বাজারে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, কেউ ফেরত দিচ্ছেনা! এদিকে, আমারও ধার বেড়ে যাচ্ছে”। আপাততো, ব্যবসায়িক এই টানাপোড়েন ছাড়া শালবনীর তারাপদ ঘোষের আত্মহত্যার আর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না! শনিবার বিকেলে ময়নাতদন্ত হয়ে (আদ্রা ডিভিশনের রেলের হাসপাতাল থেকে) তারাপদ’র দেহ গ্রামে ফিরবে বলে জানা গেছে। এদিকে, বাড়ির একমাত্র এবং রোজগেরে ছেলের এই মর্মান্তিক পরিণতিতে অথৈ জলে সংসার। কিভাবে মেধাবী ছেলে পড়াশোনা করবে, কেইবা সংসার চালাবে, তা নিয়ে জাড়ার ঘোষ পরিবারে দুঃশ্চিন্তার কালো মেঘ!

আত্মঘাতী কারণ নিয়ে ধোঁয়াশা :

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

4 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

5 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

6 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

7 days ago

Medinipur: মন্দারমণি থেকে অপহৃত পরিচালক উদ্ধার খড়্গপুরে! ‘ধন্যবাদ’ জানালেন জেলা পুলিশকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টাকা-পয়সার লেনদেন জনিত কারণেই বৃহস্পতিবার ভর সন্ধ্যায়…

1 week ago

Midnapore: বেকসুর খালাস, ১৫ বছর পর ‘জেলমুক্ত’ ঝাড়গ্রামের দাপুটে মাওবাদী নেত্রী শোভা মুন্ডা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৫ জুলাই: ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কান্ডে…

1 week ago