Suicide

Paschim Medinipur: বিপদ ডেকে আনছে সেই মোবাইলই! মায়ের সামান্য বকুনিতেই আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণীর এক ছাত্রী! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১১ নং মোহাড় অঞ্চলের কোনমোহাড় এলাকায়। জানা গিয়েছে, মোবাইলে অতিরিক্ত আসক্তির কারণে মা বকুনি দিয়েছিলেন, আর তাতেই স্থানীয় শ্যামসুন্দর পুর স্কুলের দশম শ্রেনীর ছাত্রী তনুশ্রী খালুয়া (১৫) এই কাণ্ড ঘটায়! মঙ্গলবার নিজের বাড়িতেই গামছায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে তনুশ্রী। মৃতদেহ উদ্ধার করে, ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।

আত্মঘাতী কিশোরী :

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরের পর থেকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিল তনুশ্রী। মা বকুনি দেয়, কাজকর্ম-পড়াশোনা ছেড়ে মোবাইলে মত্ত কেন! মায়ের বকুনি সহ্য হয়না মেয়ের। সন্ধ্যের ঠিক আগে মা যখন রান্না ঘরে রান্না করতে চলে যায়, সেই সুযোগে সন্ধ্যা ৬ টা নাগাদ ঘরের ভিতরে সিলিং ফ্যনে গামছা দিয়ে গলায় ফাঁস লাগায় ওই নাবালিকা! মা রান্না ঘর থেকে বার বার ডাক দিলেও, সাড়া না মেলায় খোঁজ শুরু করেন। এরপর, বাড়ির ভেতরে গিয়ে দেখেন ‘মেয়ে ঝুলছে’! মায়ের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। কিন্তু, ততক্ষণে সব শেষ! খবর দেওয়া হয় সবং থানায়। সবং থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সবং থানায় নিয়ে আসে।

মোবাইলই বিপদ ডেকে আনছে নবীন প্রজন্মের :

এদিকে, এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে! মাত্র ১০ দিন আগেই গড়বেতা ৩ নং ব্লকের চন্দ্রকোনা রোডে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। তাছাড়াও, গত কয়েকমাসে সবং, নারায়ণগড় প্রভৃতি এলাকায় একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে! ফলে চিন্তিত অভিভাবক মহল। মনোরোগ বিশেষজ্ঞেরা ইতিমধ্যে বারবার জানিয়েছেন, অতিরিক্ত মোবাইলের ব্যবহারে মানসিক অবসাদে ভুগছে তরুণ প্রজন্ম। নানা রকম গেমিং অ্যাপ, ইউ টিউব সহ ফেসবুক, হোয়াটসঅ্যাপে আসক্ত হয়ে পড়ছে ছাত্র-ছাত্রীরা। হারাচ্ছে সহনশীলতা বা মানসিক সুস্থতা। ফলে, মা-বাবার সামান্য বকুনিতেই নেমে আসছে আত্মহত্যার মারাত্মক প্রবণতা! এ নিয়ে তাই প্রথম থেকেই সতর্ক হওয়ার বার্তা দেওয়া হচ্ছে অভিভাবকদের। ছেলে-মেয়েদের মুক্তমনা করে তুলতে খেলাধুলা, ব্যায়াম, ছবি আঁকা প্রভৃতির প্রতি মনোযোগী করে তোলা আবশ্যক বলে মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞেরা। ঘরমুখী না করে অবিলম্বে নবীন প্রজন্মকে মাঠমুখী করে তোলা আবশ্যক বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আধুনিক সভ্যতার বুকে জন্ম নেওয়া এই নতুন বিপদ থেকে রক্ষা পেতে একযোগে এগিয়ে আসা প্রয়োজন প্রশাসন, পরিবার, চিকিৎসক ও শিক্ষক-শিক্ষিকাদের, মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

3 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago