Covid Protocol

Covid Protocols: ‘ওমিক্রণ’ সতর্কতায় বাড়ল বিধিনিষেধ! ‘ভিন দেশ থেকে ফিরলেই বাধ্যতামূলক RT-PCR টেস্ট’, জানালেন পশ্চিম মেদিনীপুরের CMOH

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর:’ওমিক্রণ’ (Omicron) নিয়ে এখনই ভয়ের কারণ না থাকলেও, ‘সতর্কতা’ অবলম্বনে বিন্দুমাত্র ত্রুটি রাখতে রাজি নয় কেন্দ্র ও রাজ্য সরকার। সম্প্রতি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানিয়েছেন, “আমাদের দেশে এখনও পর্যন্ত একটিও ওমিক্রন সংক্রমণ ধরা পড়েনি। তা সত্বেও আমরা সব রকম সম্ভাব্য সতর্কতা অবলম্বন করছি।” কেন্দ্রের তরফে এ কথা জানানো হলেও, করোনার বিধিনিষেধের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে দেশে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, ২৫ নভেম্বর যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা কঠোর ভাবে মেনে চলতে হবে। এদিকে, মঙ্গলবার (৩০ নভেম্বর) পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর অবধি ‘নাইট কারফিউ’ সহ কোভিড বিধিনিষেধ বৃদ্ধি করা হচ্ছে। রাত্রি ১১ টা থেকে ভোর ৫ টা অবধি রাত্রিকালীন বিধিনিষেধ (নাইট কারফিউ) বলবৎ থাকবে।‌ শুধুমাত্র, স্বাস্থ্য ও জরুরি পরিষেবা ছাড়া যাতায়াত ও ঘোরাফেরা কঠোরভাবে নিষিদ্ধ! নির্দেশ না মানলে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। একইসঙ্গে, এই বিজ্ঞপ্তি-তে করোনা’র নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর উল্লেখ করে, কোভিড বিধিনিষেধ সঠিকভাবে পালন করার পরামর্শও দেওয়া হয়েছে। মাস্ক, স্যানিটাইজার প্রভৃতি ব্যবহারের এবং দূরত্ব বিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

কোভিড বিধিনিষেধের বিজ্ঞপ্তি :

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা থেকে কমপক্ষে ১২টি দেশে ঢুকেছে ‘ওমিক্রন’। করোনাভাইরাসের নতুন :বি.১.১.৫২৯’ প্রজাতিকে উদ্বেগজনক বা ‘ভেরিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করে সেটিকে ‘ওমিক্রন’ নাম দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু/WHO)। হু জানিয়েছে, নয়া রূপের ভাবগতিক বুঝতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। তবে বিবৃতিতে তারা জানিয়েছিল, এই রূপটির বিপজ্জনক মিউটেশন ঘটেছে। বস্তুত, সেই কারণেই চিহ্নিত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ঝুঁকির সর্বোচ্চ ধাপে রাখা হয় করোনার এই নয়া রূপকে। যদিও ভারতবর্ষে এখনও নয়া রূপের দেখা মেলেনি বলেই জানা গেছে! তবে, বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন, কতটা বিপজ্জনক হবে তা বলা এখনই সম্ভব নয়, তবে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ভারতবর্ষেও এই ভ্যারিয়েন্ট প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে! তাই, ইতিমধ্যে আফ্রিকা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে ফিরলে বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষা (RT-PCR) করানোর এবং কোয়ারেন্টিনে থাকার নির্দেশ জারি করা হয়েছে। প্রতিটি রাজ্যকেই সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্যের তরফে জেলাগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা CMOH ডাঃ ভুবন চন্দ্র হাঁসদাও জানিয়েছেন, “আফ্রিকা, সিঙ্গাপুর এমনকি বাংলাদেশ থেকে ফিরলেও করোনা পরীক্ষা বাধ্যতামূলক।” অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago