Supreme Court

“এক দেশ এক রেশন কার্ড ৩১ শে জুলাইয়ের মধ্যেই শুরু করতে হবে”, সব রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নিউ দিল্লি, ২৯ জুন:’ওয়ান নেশন ওয়ান রেশন’ (One Nation One Ration Card) অর্থাৎ “এক দেশ এক রেশন কার্ড” প্রকল্প আগামী ৩১ শে জুলাইয়ের মধ্যে সারা দেশে চালু করতে হবে, এমনটাই সুপ্রিম নির্দেশ। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে কেন্দ্রীয় সরকারকেও একাধিক নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অসংগঠিত শ্রমিকদের নাম রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয় পোর্টাল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যেই তা করার কড়া নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

এক দেশ এক রেশন কার্ড প্রকল্প :

পাশাপাশি, রাজ্য ও কেন্দ্রের উদ্দেশ্যে যৌথ বার্তায় সুপ্রিম কোর্টের নির্দেশ, পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) বিনামূল্যে রেশনের ব্যবস্থা করুক রাজ্য, রেশন পাঠানোর ব্যবস্থা করবে কেন্দ্র। উল্লেখ্য, দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যে এক দেশ এক রেশন কার্ড চালু হলেও বাংলায় এখনও তা হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার রাজ্য-কেন্দ্র সংঘাতে জড়িয়েছে। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সম্প্রতি জানিয়েছিলেন, “এই বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।” অপরদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “আগামী তিন মাসের মধ্যে এই প্রকল্প চালু করা হবে।” কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা আগামী এক মাসের মধ্যেই সম্পূর্ণ করতে হবে।

মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য সুপ্রিম কোর্টের এই মানবিক নির্দেশ :

এদিকে, দেশে কেউ যাতে অভুক্ত না থাকে সেটা নিশ্চিত করার বার্তা দিতে সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে জানিয়েছে, প্রয়োজনে অতিমারি শেষ না হওয়া পর্যন্ত কমিউনিটি কিচেন চালান। বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ যাবতীয় নির্দেশাবলী দেওয়ার সময় কেন্দ্র ও রাজ্য দু-পক্ষকেই বার্তা দিয়েছে, দ্রুত কাজ শুরু করুন, আর ৩১ জুলাইয়ের পর যেন তা আর বাকি না থাকে। উল্লেখ্য, নাগরিকদের বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের একটি সংস্কারমূলক প্রকল্প ‘এক দেশ এক রেশন কার্ড’। এর প্রয়োগে উপভোক্তাদের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়াও পরিযায়ী শ্রমিকরা যাতে দেশের যে কোনও রেশন দোকান থেকে নিজের রেশন কার্ড দেখিয়ে রেশন তুলতে পারেন, তার ব্যবস্থাও এই আইনের মাধ্যমে করা হয়। দেশের যে কোনও প্রান্তের ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল রয়েছে এমন রেশন দোকান থেকে নিজের বরাদ্দের রেশন তুলতে পারবেন পরিযায়ী শ্রমিকরা।

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

20 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago