Tragic Death

পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৮ বছরের পরোপকারী যুবক! মহালয়ার সন্ধ্যাতেই যেন ঘোর অন্ধকার শালবনী জুড়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: মহালয়ার সন্ধ্যাতেই যেন ঘোর অন্ধকার নেমে এলো গোটা শালবনী জুড়ে! সৎ, ভদ্র, পরোপকারী এবং সকলের প্রিয় শুভদীপের (ডাকনাম, তুফান) এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। শালবনীর মাত্র ২৮ বছরের তরতাজা যুবক শুভদীপ কুমার ঘোষ বুধবার সন্ধ্যায় এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় পরলোকে পাড়ি দিয়েছেন! মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড বিট হাউসের অন্তর্গত ডুকি এলাকায়। জানা গেছে, চন্দ্রকোনা রোড থেকে এক বন্ধুর সঙ্গে বাইকে করে শালবনী ফেরার পথে ডুকি এলাকায়, তাদের বাইকের সামনের চাকায় একটি কুকুর ঢুকে যায়, তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর (৬০ নং জাতীয় সড়কের উপর) পড়ে যান তাঁরা। পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক শুভদীপ-কে চেপে দিয়ে চলে যায়! ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মাথায় হেলমেট থাকলেও শেষ রক্ষা হয়নি! সঙ্গে থাকা নাড়ু সিং নামে অপর যুবক-ও গুরুতর আহত হন। দু’জনকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে, শুভদীপ-কে মৃত ঘোষণা করা হয়। নাড়ু-র চিকিৎসা চলছে। এই ঘটনায় সারা শালবনী জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া!

সদ্য নিজের জন্মদিন পালন করেছিলেন একটি বেসরকারি সংস্থার স্কুলে, কচিকাঁচাদের সাথে :

শালবনীর বিভিন্ন সমাজকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে জানা গেছে, গত ৮ আগস্ট নিজের ২৮ তম জন্মদিন শুভদীপ পালন করেছেন, শালবনীর প্রত্যন্ত কলসীভাঙা এলাকার দুঃস্থ ও অসহায় শিশুদের সাথে। শুধু তাই নয়, শালবনীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা পরিচালিত বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সর্বদা হাত বাড়িয়ে দিয়েছেন শুভদীপ। এবারের পুজোর বস্ত্রদান কর্মসূচিতেও তিনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সমাজ মাধ্যমে তাঁর সেই সমস্ত তথ্য ও ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে! স্মৃতিচারণ করছেন ছত্রছায়া, নবচেতনা প্রভৃতি ফেসবুক গ্রুপের সদস্যরা। পেশায় পশু (ভ্যাটেরিনারি) চিকিৎসক শালবনীর রবীন্দ্রনাথ ঘোষের ছেলে শুভদীপ ভ্যাটেরিনারি ওষুধেরই ব্যবসা করতেন। মাত্র বছর দুয়েক হল বিয়ে করেছিলেন। ১০ মাসের ফুটফুটে একটি পুত্র সন্তান আছে তাঁর। সেই সব কিছু ছেড়ে, মহালয়ার সন্ধ্যায় পরপারে পাড়ি দিলেন শুভদীপ! মৃত্যু’র সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর বন্ধুও (নাড়ু)। শুভদীপের আত্মার শান্তি কামনা করেছেন এবং নাড়ু’র দ্রুত আরোগ্য কামনা করছেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ, সমাজকর্মী নুতন ঘোষ, বিকাশ ভূঁইয়া প্রমুখরা।

শুভদীপ কুমার ঘোষ :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago