thebengalpost.net
মৃত বৃদ্ধ সেখ সাত্তার :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে! রেলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। খড়গপুর স্টেশনের মালগুদাম এলাকায় সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে। মৃত বৃদ্ধের নাম সেখ সাত্তার। বয়স আনুমানিক ৬৭। জানা গেছে, ওই এলাকায় রেলের ফুট ওভার ব্রিজের জন্য কাটা হয়েছিল বেশ কয়েকটি গাছ। গাছের কিছু ডাল কাটার কাজ করছিলেন সেখ সাত্তারের ছেলে। সেই সময়ই একটু ছায়া দেখে দেওয়ালের পাশে গিয়ে বসেন সাত্তার। হঠাৎ করেই হুড়মুড়িয়ে জরাজীর্ণ দেওয়াল পড়ে যায় বৃদ্ধের উপরে!

thebengalpost.net
মৃত বৃদ্ধ সেখ সাত্তার :

সঙ্গে সঙ্গেই, স্থানীয়দের সাথে নিয়ে বাবাকে উদ্ধার করে খড়্গপুর মহাকুমা হাসপাতলে নিয়ে যান তাঁর ছেলে। চিকিৎসকরা শেখ সাত্তার-কে মৃত বলে ঘোষণা করেন! এই বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। যদিও এটি নিছকই দুর্ঘটনা, তা সত্ত্বেও এদিনের এই ঘটনার পর রেলের বিভিন্ন কাজকর্ম নিয়ে কর্তব্যে যে গাফিলতির অভিযোগ উঠেছিল, তাই যেন সত্য প্রমাণিত হল। শতবর্ষ প্রাচীন দেশের সর্বাধিক লাভজনক সরকারি সংস্থা’র বিভিন্ন ঘরবাড়ি ও প্রাচীর এখনও জরাজীর্ণ অবস্থায় আছে বলেও কর্মীদের যে দীর্ঘদিনের অভিযোগ, তাও ফের একবার আলোচনায় উঠে এলো!