thebengalpost.net
মৃতদেহ উদ্ধার :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বাচ্চাদের জন্য খাবার কিনতে বেরিয়েছিলেন বুধবার বিকেলে! মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার সকালে। বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর জেলায় এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, খড়্গপুর লোকাল থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে। পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে!

thebengalpost.net
মৃতদেহ উদ্ধার :

পরিবার সূত্রে জানা গেছে, সেক ফিরোজ নামে ওই যুবক বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাচ্চাদের জন্য খাবার কিনতে। কিন্তু, দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু, কোথাও খুঁজে পাওয়া যায়নি! বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ঝোঁপের মধ্যে থেকে উদ্ধার হয় ফিরোজের মৃতদেহ। খড়্গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ফিরোজের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়!