Categories: Uncategorized

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: ‘কেউ কথা রাখেনি..!’ না রাজ্য সরকার না কেন্দ্র। এমনই দাবি করে এস.টি তালিকাভুক্ত করা সহ বেশ কয়েক দফা দাবিতে শনিবার অর্থাৎ মহালয়ার ঠিক আগের দিন (২০ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও জাতীয় সড়ক অবরোধ (রেল টেকা এবং ডহর ছেঁকা)-এর ডাক দিয়েছে অজিত মাহাতোর ‘আদিবাসী কুড়মি সমাজ’। সমর্থন জানিয়েছে অন্যান্য কুড়মি সংগঠনগুলিও। অন্যদিকে, হাইকোর্টের নির্দেশকে ঢাল করে কুড়মিদের এই ‘অবরোধ’ রুখতে আজ, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকেই কোমর বেঁধে নেমেছে রেল ও জেলা পুলিশ-প্রশাসন। দক্ষিণপূর্ব রেলের খড়গপুর ডিভিশনের তরফে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বরের হাইকোর্টের অর্ডার ছিলোই। বৃহস্পতিবার অর্থাৎ ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বরও সেই একই অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাই, কোনভাবেই এই রেল রোকো বা রেল অবরোধ বরদাস্ত করা হবেনা। একইকথা জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসনের তরফেও।

সাংবাদিক সম্মেলনে এডিআরএম:

বিজ্ঞাপন (Advertisement):

খড়্গপুর ডিভিশনের কলাইকুন্ডা, খেমাশুলি, সরডিহা, মেদিনীপুর, গালুডি ও ভঞ্জপুর এই ৬টি গুরুত্বপূর্ণ স্টেশন সহ নিমপুরা ইয়ার্ড, কোটশিলা, কুস্তাউর প্রভৃতি স্টেশনে রেল অবরোধের কথা চিঠি দিয়ে জানায় আদিবাসী কুড়মি সমাজ। পাল্টা কুড়মি নেতৃত্বকে চিঠি দিয়ে রেলের মতো জরুরি পরিষেবা ‘বন্ধ’ না করার আবেদন জানায় রেলও। একইকথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। তারপরও রেল অবরোধের চেষ্টা হলে? খড়্গপুর ডিভিশনের এডিআরএম (ADRM) মনীষা গোয়েল স্পষ্ট জানান, “প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কড়া হাতে মোকাবিলা করা হবে।” শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকেই প্রস্তাবিত স্টেশনগুলিতে আরপিএফ ও জিআরপি-র তরফে কড়া নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন এডিআরএম মনীষা গোয়েল এবং সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার প্রকাশকুমার পন্ডা। তাঁরা এও জানিয়েছেন, রেইকি করার সাথেই কুড়মিদের প্রস্তাবিত ওই স্টেশনগুলিতে আরপিএফ ও জিরাপি মোতায়েন করা হবে। হাইকোর্টের নির্দেশ পালনে তথা আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ ও প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য যে, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের তরফে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্দেশ দেওয়া হয়েছে, পুজোর মুখে যানবাহন সচল রাখতে এবং নিরাপত্তা বজায় রাখতে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ, রেল ও জাতীয় সড়ক অবরোধ রুখতে রাজ্য প্রশাসন ও রেল যথাযথ পদক্ষেপ করতে পারে। আর তারপরই বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “হাইকোর্টের নির্দেশ পালন করতে তথা যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। বৃহস্পতিবার বিকেল থেকেই মাইকিং শুরু করা হয়েছে। শুক্রবারও মাইকিং করা হবে। এছাড়াও, প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” পুলিশ সুপার জানিয়েছেন, কলাইকুন্ডা, খেমাশুলি, নিমপুরা প্রভৃতি স্টেশনে ২০টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। মোতায়েন থাকবেন পুলিশ কর্মীরাও। খেমাশুলি, ভীমপুর, সোনাকোনিয়া-র মতো আন্তঃজেলা ও আন্তঃরাজ্য সীমান্ত এলাকার নাকা পয়েন্টগুলি ‘দুর্ভেদ্য’ করা হচ্ছে। ৫০ জন করে অতিরিক্ত পুলিশকর্মীকে এজন্য মোতায়েন করা হচ্ছে। সেইসঙ্গেই জেলার কুড়মি অধ্যুষিত এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হবে। অন্যদিকে, বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ আসার পর থেকেই কার্যত মুখে ‘কুলুপ’ এঁটেছেন কুড়মি নেতৃত্বরা। আদিবাসী কুড়মি সমাজের পশ্চিম মেদিনীপুরের নেতা কমলেশ মাহাতোকে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি। আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের তরফে ঝাড়গ্রামের অনুপ মাহাতো বলেন, “আমরা ওঁদের ডাকা আন্দোলনকে সমর্থন জানিয়েছি। ওঁরা যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই করব।” হাইকোর্টের নির্দেশের পর নতুন করে কোন সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানিয়েছেন।

রেল অবরোধের ফাইল ছবি:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago