Categories: Uncategorized

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: ‘কেউ কথা রাখেনি..!’ না রাজ্য সরকার না কেন্দ্র। এমনই দাবি করে এস.টি তালিকাভুক্ত করা সহ বেশ কয়েক দফা দাবিতে শনিবার অর্থাৎ মহালয়ার ঠিক আগের দিন (২০ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও জাতীয় সড়ক অবরোধ (রেল টেকা এবং ডহর ছেঁকা)-এর ডাক দিয়েছে অজিত মাহাতোর ‘আদিবাসী কুড়মি সমাজ’। সমর্থন জানিয়েছে অন্যান্য কুড়মি সংগঠনগুলিও। অন্যদিকে, হাইকোর্টের নির্দেশকে ঢাল করে কুড়মিদের এই ‘অবরোধ’ রুখতে আজ, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকেই কোমর বেঁধে নেমেছে রেল ও জেলা পুলিশ-প্রশাসন। দক্ষিণপূর্ব রেলের খড়গপুর ডিভিশনের তরফে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বরের হাইকোর্টের অর্ডার ছিলোই। বৃহস্পতিবার অর্থাৎ ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বরও সেই একই অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাই, কোনভাবেই এই রেল রোকো বা রেল অবরোধ বরদাস্ত করা হবেনা। একইকথা জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসনের তরফেও।

সাংবাদিক সম্মেলনে এডিআরএম:

বিজ্ঞাপন (Advertisement):

খড়্গপুর ডিভিশনের কলাইকুন্ডা, খেমাশুলি, সরডিহা, মেদিনীপুর, গালুডি ও ভঞ্জপুর এই ৬টি গুরুত্বপূর্ণ স্টেশন সহ নিমপুরা ইয়ার্ড, কোটশিলা, কুস্তাউর প্রভৃতি স্টেশনে রেল অবরোধের কথা চিঠি দিয়ে জানায় আদিবাসী কুড়মি সমাজ। পাল্টা কুড়মি নেতৃত্বকে চিঠি দিয়ে রেলের মতো জরুরি পরিষেবা ‘বন্ধ’ না করার আবেদন জানায় রেলও। একইকথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। তারপরও রেল অবরোধের চেষ্টা হলে? খড়্গপুর ডিভিশনের এডিআরএম (ADRM) মনীষা গোয়েল স্পষ্ট জানান, “প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কড়া হাতে মোকাবিলা করা হবে।” শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকেই প্রস্তাবিত স্টেশনগুলিতে আরপিএফ ও জিআরপি-র তরফে কড়া নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন এডিআরএম মনীষা গোয়েল এবং সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার প্রকাশকুমার পন্ডা। তাঁরা এও জানিয়েছেন, রেইকি করার সাথেই কুড়মিদের প্রস্তাবিত ওই স্টেশনগুলিতে আরপিএফ ও জিরাপি মোতায়েন করা হবে। হাইকোর্টের নির্দেশ পালনে তথা আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ ও প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য যে, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের তরফে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্দেশ দেওয়া হয়েছে, পুজোর মুখে যানবাহন সচল রাখতে এবং নিরাপত্তা বজায় রাখতে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ, রেল ও জাতীয় সড়ক অবরোধ রুখতে রাজ্য প্রশাসন ও রেল যথাযথ পদক্ষেপ করতে পারে। আর তারপরই বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “হাইকোর্টের নির্দেশ পালন করতে তথা যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। বৃহস্পতিবার বিকেল থেকেই মাইকিং শুরু করা হয়েছে। শুক্রবারও মাইকিং করা হবে। এছাড়াও, প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” পুলিশ সুপার জানিয়েছেন, কলাইকুন্ডা, খেমাশুলি, নিমপুরা প্রভৃতি স্টেশনে ২০টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। মোতায়েন থাকবেন পুলিশ কর্মীরাও। খেমাশুলি, ভীমপুর, সোনাকোনিয়া-র মতো আন্তঃজেলা ও আন্তঃরাজ্য সীমান্ত এলাকার নাকা পয়েন্টগুলি ‘দুর্ভেদ্য’ করা হচ্ছে। ৫০ জন করে অতিরিক্ত পুলিশকর্মীকে এজন্য মোতায়েন করা হচ্ছে। সেইসঙ্গেই জেলার কুড়মি অধ্যুষিত এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হবে। অন্যদিকে, বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ আসার পর থেকেই কার্যত মুখে ‘কুলুপ’ এঁটেছেন কুড়মি নেতৃত্বরা। আদিবাসী কুড়মি সমাজের পশ্চিম মেদিনীপুরের নেতা কমলেশ মাহাতোকে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি। আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের তরফে ঝাড়গ্রামের অনুপ মাহাতো বলেন, “আমরা ওঁদের ডাকা আন্দোলনকে সমর্থন জানিয়েছি। ওঁরা যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই করব।” হাইকোর্টের নির্দেশের পর নতুন করে কোন সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানিয়েছেন।

রেল অবরোধের ফাইল ছবি:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

2 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago

Midnapore: পুজোর আগেই UPI পরিষেবা চালু করলো মেদিনীপুরের এই সমবায় ব্যাঙ্ক, উপকৃত হবেন কয়েক লক্ষ গ্রাহক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: পুজোর আগেই সুখবর! মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায়…

2 weeks ago