thebengalpost.in
দায়িত্ব নিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২ জুন: রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে ৩১ মে, সোমবার দিনটি “স্মরণীয়” হয়ে থাকবে নিঃসন্দেহে! প্রাক্তন মুখ্যসচিব কেন্দ্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে হয়েছেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। রাজ্যে নতুন মুখ্যসচিব দায়িত্ব নিয়েছেন। স্বরাষ্ট্রসচিব-ও নতুন। আর, এই পরিবর্তনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এক ধাক্কায় পুলিশের ৫৫ টি পদে রদবদল করল ‘নবান্ন’। এঁদের মধ্যে ৫২ জনই আইপিএস আধিকারিক (IPS)। বাকি ৩ জন রাজ্য পুলিশ সার্ভিসের। উল্লেখযোগ্য বদলির তালিকায় আছেন, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি কুণাল আগরওয়াল। তাঁকে পাঠানো হল কম্পালসারি ওয়েটিং-এ! মেদিনীপুর রেঞ্জের ডিআইজি হলেন শ্যাম সিং। তিনি ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার। সোমবার নবান্ন থেকে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতার নতুন জয়েন্ট সিপি (এসটিএফ) হচ্ছেন ভি সলোমন নেশাকুমার। ডিআইজি মালদহ হচ্ছেন প্রবীণ কুমার ত্রিপাঠি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে প্রবীণ কুমারের বিরুদ্ধে বদলির নির্দেশ জারি করেছিল কেন্দ্র। কারণ, তাঁর এলাকায় হামলার মুখে পড়তে হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। কিন্তু, সেই সময় তাঁর বদলি আটকে দেয় নবান্ন। বারাসাত রেঞ্জের ডিআইজি করা হল প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার দীপনারায়ণ গোস্বামীকে নিয়ে আসা হল রাজ্য পুলিশের এসটিএফ-এর ডিআইজি পদে। দুর্নীতি দমন শাখার এসপি হলেন কোটেশ্বর রাও।

thebengalpost.in
ঝাড়গ্রামের নতুন এস পি (Superintendent of Police) হলেন বিশ্বজিৎ ঘোষ :

এদিকে, এক মাসে চারবার পুলিশ সুপার বদল হল ঝাড়গ্রামে। মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার দিনই ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে বদলির নির্দেশ জারি করে ধৃতিমান সরকারকে ঝাড়গ্রাম পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়। কয়েকঘণ্টার মধ্যে জানানো হয়, ঝাড়গ্রামের দায়িত্বে থাকছেন ইন্দিরা’ই। মাত্র ৭ দিনের মধ্যে ইন্দিরা মুখোপাধ্যায়কে রাজ্যে বদলি করা হয়, ঝাড়গ্রামের দায়িত্ব দেওয়া হয় ধৃতিমান সরকার’কেই। ফের ১৫ দিন যেতে না যেতেই, সোমবারের বিজ্ঞপ্তি অনুযায়ী ঝাড়গ্রাম থেকে বাঁকুড়ার পুলিশ সুপার করে পাঠানো হচ্ছে আইপিএস ধৃতিমান সরকার’কে। আর, কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটেলিয়ানে থাকা বিশ্বজিৎ ঘোষকে পাঠানো হল ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপারের পদে। প্রসঙ্গত, নাটকীয় টানাপোড়েন শেষে, সোমবার মুখ্যসচিবের পদ থেকে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় সোমবার থেকেই রাজ্যের পরবর্তী মুখ্যসচিবের দায়িত্ব নেন হরিকৃষ্ণ দ্বিবেদী। দ্বিবেদীর ফাঁকা হওয়া পদ স্বরাষ্ট্রসচিবের পদে আনা হয় আরেক অভিজ্ঞ আমলা বিপি গোপালিকাকে। তারপরই নজিরবিহীন রদবদল করা হল রাজ্য পুলিশে। এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরবঙ্গের আইজিপি পদে থাকা বিশাল গর্গকে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বসানো হয়েছে। দেবেন্দ্র প্রকাশ সিংকে উত্তরবঙ্গের আইজিপি পদে বসানো হয়েছে। প্রদীপ কুমার যাদবকে আনা হয়েছে এসপি-এসটিএফ পদে। শিলিগুড়ির যুগ্ম পুলিশ কমিশনার সব্যসাচী রমন মিশ্রকে ডিআইজি-সিআইএফ পদে আনা হয়েছে। এছাড়াও, শ্রীহরি পাণ্ডেকে আনা হয়েছে বারাকপুর পুলিশ কমিশনারের নর্থ জোনের ডিসি পদে। এছাড়াও, শ্রীমতি অঞ্জলি সিংকে পাঠানো হয়েছে এসএপি সেকেণ্ড ব্যাটেলিয়নের সিও পদে। সরানো হয়েছে বীরভূমের এসডিপিও-কেও। শ্রীমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ের জায়গায় বীরভূম জেলার নতুন এসডিপিও করা হয়েছে অভিষেক রায়কে। শ্রীমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়কে আসানসোল-দুর্গাপুরের এসিপি পদে আনা হয়েছে।

thebengalpost.in
দায়িত্ব নিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ :