দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: প্রায় ৫ বছর পরে স্নাতকোত্তরে ফিরিয়ে আনা হয়েছিল অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা কমন এন্ট্রান্স টেস্ট (CET)। সোমবার থেকে বুধবার (১২-১৪ আগস্ট), টানা তিন দিন ধরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই কমন এন্ট্রান্স টেস্ট (CET) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, রবিবার (১১ আগস্ট) সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) কর্তৃপক্ষের তরফে জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ১২, ১৩, ১৪ আগস্টের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (CET) আপাতত স্থগিত রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (Registrar) ড. জয়ন্ত কিশোর নন্দী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে (Notification) জানানো হয়েছে, ৯ আগস্ট রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের তরফে প্রকাশিত একটি নির্দেশিকাকে মান্যতা দিয়ে আপাতত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী দিনক্ষণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.vidyasagar.ac.in) প্রকাশ করা হবে বলেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

thebengalpost.net
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি :

উল্লেখ্য যে, বিগত কয়েক বছর ধরে স্নাতকের ফলের ভিত্তিতেই পড়ুয়ারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর (PG-তে) কোর্সে ভর্তি হয়েছে। ২০১৯ সালে শেষবার স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তারপর থেকে CET বন্ধই ছিল। মাঝে অতিমারি পরিস্থিতি গিয়েছে। এবার স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা (কমন এন্ট্রান্স টেস্ট) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক ঘন্টার পরীক্ষা। ঠিক হয়েছিল যথাক্রমে-,১২, ১৩ ও ১৪ অগস্ট- এই তিনদিন প্রবেশিকা পরীক্ষা হবে। কোন দিন, কখন, কোন বিষয়ের পরীক্ষা হবে, সূচিতে তা আগেই জানানো হয়েছিল। ১২ অগস্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইংরেজি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বায়ো মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত হিন্দি, ফিলোজপি, সংস্কৃত, অ্যানথ্রোপলজি, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্সের পরীক্ষা হওয়ার কথা ছিল এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লাইব্রেরি সায়েন্সের প্রবেশিকা হওয়ার কথা ছিল। তবে, আপাতত আজ, সোমবার (১২ আগস্ট) সহ ১৩ ও ১৪ আগস্টের পরীক্ষা স্থগিত (Postponed) করে দেওয়া হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে ৯ আগস্ট যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে, সেখানে ৩১ আগস্টের মধ্যে স্নাতকের (UG) শেষ বা চূড়ান্ত সেমিস্টারের ফলাফল প্রকাশ এবং ৩ সেপ্টেম্বরের পর স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছে। যদিও, সেই বিজ্ঞপ্তি বা নির্দেশিকাতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা কমন এন্ট্রান্স টেস্ট সংক্রান্ত কোনো নির্দেশ বা দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়নি। সূত্রের খবর, রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি নজরে এনেই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তীর কাছে পরীক্ষা আপাতত স্থগিত করে দেওয়ার আবেদন জানান! তারপরই, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে, রবিবার (১১ আগস্ট) সন্ধ্যায় পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা, সেই বিষয়ে অবশ্য কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

thebengalpost.net
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University):