Viral

Viral Audio: “দিলীপ ঘোষ এখন স্নিকার্স, স্পোর্টস সু পরে ঘুরছে…সু কি জিনিস জানত?” মেদিনীপুরের দুই শীর্ষ BJP নেতার অডিও Viral

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ-কে কেন্দ্র করে, পশ্চিম মেদিনীপুরের দুই জেলা নেতার মধ্যে বিস্ফোরক এক অডিও (সত্যতা যাচাই করেনি বেঙ্গল পোস্ট) ভাইরাল হল। যেখানে সাংসদ হওয়ার পর দিলীপ ঘোষের জীবনযাত্রার মান বদলে যাওয়া থেকে শুরু করে, তাঁর নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ পর্যন্ত করা হয়েছে! অডিও’র এক প্রান্তে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী এবং অপর প্রান্তে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি’র প্রাক্তন এক সভাপতি তথা বর্তমান রাজ্য কমিটির এক সদস্য ছিলেন বলে সূত্রের খবর। অডিওর সত্যতা স্বীকার করে গৌরীশঙ্কর অধিকারী জানিয়েছেন, “অডিওটি দু’তিন বছর আগের। বিষয়টি আপনাদের কাছে এখন এলেও, দলীয়ভাবে তা অনেক আগেই মিটিয়ে নেওয়া হয়েছে। তবে, জানিনা আপনাদের কাছে এই অডিও কিভাবে পৌঁছে গেল! দু’জনের মধ্যে কথা হয়েছে, তা তৃতীয় ব্যক্তিদের কাছে পৌঁছে যাচ্ছে মানে নিশ্চয়ই আমাদের দু’জনের মধ্যে কেউ করেছে। আমি মনে করি, এসব কাজ তাঁরাই করে, যাঁরা সাংগঠনিক কোনো কাজ করেনা!”

খড়্গপুরের বিজয়া সম্মিলনীতে দিলীপ ঘোষ:

জেলা বিজেপির গোপন সূত্রে জানা গেছে, অডিওটি (সত্যতা যাচাই করেনি বেঙ্গল পোস্ট) ২০২০ সালের। ২০১৯ সালের বিধানসভা উপ নির্বাচনে (নভেম্বর) তৃণমূলের প্রদীপ সরকারের কাছে বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা হেরে যাওয়ার কয়েকমাস পরই গৌরীশঙ্করের সঙ্গে বিজেপির তৎকালীন জেলা সহ-সভাপতি সৌমেন তেওয়ারির এই কথোপকথন হয়। উল্লেখ্য যে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে সৌমেন তেওয়ারি মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি’র সভাপতি মনোনীত হয়েছেন দিলীপ অনুগামী হিসেবেই। শমিত দাস মেদিনীপুর বিধানসভায় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই সৌমেন-কে জেলা সভাপতি করা হয়। সেই সৌমেন-ই বছরখানেক আগে দিলীপ ঘোষ সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, তা নিয়ে স্বভাবতই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে! গৌরীশঙ্করকে উদ্দেশ্য করে তাঁকে (সৌমেন) বলতে শোনা যায়, “দিলীপ ঘোষ আগে ল্যাঙট পরতো….এখন স্নিকার্স, সু পরে ঘুরে বেড়াচ্ছে। আগে জানত সু কি জিনিস? ওনাকে বলুন, নিজের আচার-ব্যবহার পরিবর্তন করতে!” গৌরীশঙ্করকেও বলতে শোনা যায়, “এটা ঠিক, দিলীপ ঘোষ সম্পর্কে মানুষের ধারণা কিন্তু পর পর বদলে যাচ্ছে!” এরপরই, অপরপ্রান্তের বিজেপি নেতা (সৌমেন) বলেন, “বিনা রশিদে ২-৩ লক্ষ টাকা করে তুলে আনছে, দিলীপ ঘোষ সব জানত, কালপ্রিট একটা!” এই অডিও’র বিষয়ে বর্তমান রাজ্য নেতা সৌমেন তেওয়ারি’র কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনও অবধি, তবে সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, “ওদেরকেই জিজ্ঞেস করুন, কি বলেছে, কে বলেছে? এটাও জিজ্ঞেস করুন, কে টাকা দিয়েছে, কাকে দিয়েছে? প্রমাণ দিক। যে বলেছে সে কোথা থেকে জানলো। দিলীপ ঘোষ চৌরাস্তায় দাঁড়িয়ে তার উত্তর দিতে রাজি আছে। সেই দম আমার আছে। আর, কার কাছ থেকে টাকা নিয়েছে, তার কাছ থেকেও তথ্য প্রমাণ নিয়ে আসুক।”

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

2 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago