Viral

২০ লক্ষ টাকা দিলে লকডাউনের মধ্যেই এসএসসি-র চাকরি! ভাইরাল অডিওতে শিক্ষক পদপ্রার্থীরা প্রবল দুঃশ্চিন্তায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: শুক্রবার সকাল থেকেই একটি “ভাইরাল” হওয়া অডিও ঘিরে সারা রাজ্য তোলপাড় হয়েছে! অডিও (সত্যতা যাচাই করেনি দ্য বেঙ্গল পোস্ট ডট নেট/thebengalpost.net)’র কথোপকথন অনুযায়ী- ২০ লক্ষ টাকা দিলে, লকডাউনের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ (হায়ার সেকেন্ডারি) কিংবা নবম-দশম (সেকেন্ডারি) এ চাকরি পাক্কা! স্কুল না খুললেও সমস্যা নেই, যেদিন মিড-ডে মিল দেওয়া হবে, সেদিনই জয়েন করিয়ে দেওয়া হবে! এমনই বিস্ফোরক সব তথ্য উঠে এসেছে ভাইরাল হওয়া অডিও কথোপকথনে। অডিও-টির একপ্রান্তে এক মধ্যবয়স্ক পুরুষ কন্ঠ এবং অন্য প্রান্তে এক SSC পরীক্ষার্থী তরুণী কন্ঠ (ওয়েটিং লিস্টে থাকা)। অডিও (যদিও, সত্যতা বিচার করেনি দ্য বেঙ্গল পোস্ট ডট নেট) শুনে যা মনে হয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা সংলগ্ন মালিগ্রাম এলাকার এক ব্যক্তি (মতি বাবু বলে উল্লেখ করেছেন ওই তরুণী) ওই এসএসএসি পরীক্ষার্থীর নম্বর জোগাড় করে তাঁকে ফোন করেছেন। এক কথায় বললে, ফোনে তিনি জানাচ্ছেন, ২০ লক্ষ টাকা দিলে এবং পশ্চিমবঙ্গের যেকোনও জায়গা থেকে বি.এড করা এস এস সি (SSC- School Service Commission) পরীক্ষার্থী হলে এখনও চাকরি দেওয়া হবে (যদিও, ওই নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে অন্তত বছরখানেক আগেই)। অথচ, ওই ব্যক্তির বক্তব্য অনুযায়ী নির্বাচন হওয়ার আগে শতাধিক জনকে চাকরির নিয়োগপত্র (Appointment) দেওয়া হয়েছে। আর, এখন লকডাউনের মধ্যেও দেওয়া হবে! যেহেতু, ওই তরুণী এস এস সি পাস করেছেন এবং ওয়েটিং লিস্টে (৯-১০ এবং ১১-১২ দুটিতেই) আছেন, তাই তাঁর ক্ষেত্রে ১৮ লক্ষ টাকা লাগবে এবং ৮ দিনের মধ্যে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি! তবে, ওই তরুণী তাতে রাজি হননি, বরং সুচতুর ভাবে ওই ব্যক্তির নাম-ঠিকানা প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন। আর, সেই অডিও ভাইরালও হয়ে যায়! সমাজ মাধ্যম আপাততো সরগরম ভাইরাল অডিও নিয়ে। যদিও, এ নিয়ে এখনও কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি বা থানায় FIR দায়ের হয়নি বলেই জানা গেছে।

স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তর আচার্য সদন (ফাইল ছবি) :

চাকরির জন্য হবু শিক্ষক-শিক্ষিকার যখন হাপিত্যেশ করে বসে আছেন, ওয়েটিংয়ে থাকা ৯-১০ ও ১১-১২ এর চাকরিপ্রার্থীরা যখন লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন, ইন্টারভিউ লিস্টের জন্য আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা যখন আদালতের দরজায় কড়া নাড়ছেন, সেই সময় ভাইরাল হওয়া এই “অডিও” নিয়ে স্বাভাবিকভাবেই উত্তপ্ত রাজ্যের চাকরিপ্রার্থী মহল! তবে, অডিও-তে যে পুরুষ কন্ঠ শোনা যাচ্ছে, তাঁর দেওয়া তথ্য কতখানি সঠিক বা আদৌও এসএসসি দফতরের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ (যেরকম তিনি দাবি করেছেন) আছে কিনা, তা প্রমাণ সাপেক্ষ। তবে, যা তিনি বলছেন তা শুনলে চক্ষু চড়কগাছ হওয়ারই কথা। যেখানে পাস করা হাজার হাজার চাকরিপ্রার্থী স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করতে পারছেন না প্রয়োজনীয় শূন্যপদ বা ভ্যাকেন্সি না থাকার জন্য। সেখানে, ওই ব্যক্তি জানাচ্ছেন, লকডাউনের মধ্যেই ৮ দিনের মধ্যে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। নির্বাচনের ‌আগেও চাকরি দেওয়া হয়েছে শতাধিক ফেল করা এবং সাদা খাতা জমা দেওয়া ক্যান্ডিডেট’কে। আর এই মুহূর্তে টাকার অঙ্কটা একটু বেশি বলে এবং লকডাউনের মধ্যে ক্যান্ডিডেট জোগাড় হচ্ছেনা বলে, যেই ২০ লক্ষ টাকা দেবে তারই চাকরি পাকা! তবে, শর্ত একটাই, ওই SSC ক্যান্ডিডেটকে রাজ্যের কোনো কলেজ থেকে বি.এড পাস করা হতে হবে, অন্য রাজ্যের বি.এড হলে চলবেনা! এরপর, মালিগ্রামের ওই মতি‌ বাবু এই বিষয়ে নিজের একাধিক “সাফল্যের খতিয়ান” (পড়ুন, দুর্নীতির খতিয়ান) তুলে ধরেন এবং বলেন- “সাদা খাতা জমা দেওয়ার মজাটাই আলাদা!” সাদা খাতা জমা দিয়ে, তাঁর সঙ্গে যোগাযোগ করলে এতদিনে চাকরি হয়েই যেত।‌ শুধু তাই নয়, কোন ক্যান্ডিডেটকে কোন স্কুলে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি, তাও তুলে ধরেন! ওই তরুণী বলেন- “আপনারাই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করছেন!” তখন ওই ব্যক্তি বলেন, “আমরা নই, IAS অফিসাররা!” এই অডিও’র কতখানি সত্য আর কতখানি মিথ্যা তা যেমন প্রমাণ ও তদন্ত সাপেক্ষ, ঠিক তেমনই ওই ব্যক্তির দেওয়া তথ্যগুলিও তদন্ত সাপেক্ষ। আপাততো, ভাইরাল অডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সারা রাজ্য জুড়ে। এবার, এটাই দেখার এই বিষয়ে কোনও পদক্ষেপ গৃহীত হয় কিনা!

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago