Weather Update

Weather Update: ৪৩ ডিগ্রির তাপে ত্রাহি ত্রাহি রব মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গে! অবশেষে এল বৃষ্টির আশ্বাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ১৮ এপ্রিল: গত কয়েক দশকের রেকর্ড ভেঙে উত্তপ্ত এপ্রিল দক্ষিণবঙ্গে! একটানা লু বা তাপপ্রবাহ, তার সঙ্গে রেকর্ড তাপমাত্রায় রীতিমতো ত্রাহি ত্রাহি রব মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, কাঁথি থেকে কলকাতা, পুরুলিয়া-বাঁকুড়া থেকে বর্ধমান, বীরভূম কিংবা হাওড়া, হুগলি সর্বত্র। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এখনই তাপপ্রবাহ থেকে মুক্তি নেই। তার সঙ্গেই আজ, মঙ্গলবার (১৮ এপ্রিল) এবং আগামীকাল, বুধবার (১৯ এপ্রিল)- এর জন্য জঙ্গলমহল (পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর) সহ সমগ্র দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের ‘কমলা সতর্কতা’ (Orange Alert) জারি করা হয়েছে।‌ বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। প্রচার চলছে জেলায় জেলায়। এর মধ্যেই, পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের (Vidyasagar University Meteorological Park) তরফে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় জেলা শহর মেদিনীপুর সহ সংলগ্ন এলাকায় সর্বাধিক তাপমাত্রা ছিল ৪২.২৫ ডিগ্রি সেলসিয়াস এবং গড় তাপমাত্রা ছিল ৩৫.৫৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু, আজ মঙ্গলবার ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে সেই তাপমাত্রাও! জানা গেছে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা আজ (মঙ্গলবার) ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। আগামীকালও সর্বাধিক বা সর্বোচ্চ তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গেছে। এর মধ্যেই অবশ্য, জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস।

অবশেষে এলো বৃষ্টির পূর্বাভাস (ছবি- প্রতীকী ও নিজস্ব) :

আলিপুর আবহাওয়া দফতর তথা IMD Kolkata’র তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে। আগামী শনিবার (২২ এপ্রিল) দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রবিবার অর্থাৎ ২৩ এপ্রিল ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। এও জানা গেছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২০ তারিখ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হাল্কা বৃষ্টিপাত হতে পারে। ২১ তারিখ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ২০ ও ২১ এপ্রিল তাপপ্রবাহের সতর্কতা থাকছে যথারীতি। অন্যদিকে, আগামী ২২ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। সবমিলিয়ে, আগামী ২২ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাতেই আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গেছে।

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

5 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago