Weather Update

Weather Update: সারাদিন ভ্যাপসা গরমের পর পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে স্বস্তি! রবিবারের পরই দুয়ারে কড়া নাড়বে বর্ষা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: সকাল থেকে ভ্যাপসা গরমের পরে শুক্রবার বিকেল গড়াতেই বৃষ্টি নামল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, ডেবরা, বেলদা, নারায়ণগড় সহ একাধিক এলাকায়। ঝাড়গ্রামের সাঁকরাইল, রোহিনী সহ একাধিক জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামে। জেলার সর্বত্র বৃষ্টি না হলেও স্বস্তির আবহাওয়া সন্ধ্যার পর থেকেই। যদিও, হাওয়া অফিস সূত্রে জানা যায় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। কিন্তু, স্বস্তির খবর এই যে, তাপপ্রবাহের মাঝেই রবিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। ইতিমধ্যে, কেরলে প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।

সারা দিনের পর স্বস্তি :

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। রবিবারে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সোমবার থেকে তাপপ্রবাহ-পরিস্থিতি কমবে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। অর্থাৎ দক্ষিণবঙ্গের দুয়ারেও কড়া নাড়বে বর্ষা। উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবি ও সোমবার উত্তরবঙ্গ এবং সিকিমের বেশ কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। যদিও, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। শিলিগুড়ি বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত।

দাঁতনের ঝড় :

অন্যদিকে, প্রায় ২৫ বছর পর চলতি সপ্তাহের মঙ্গলবার দাঁতনের একাধিক জায়গায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা যায়। দাঁতনের চকইসমাইলপুর, আঙুয়া, দাঁতনের ওপর দিয়ে বয়ে যায় ঝড়। বিভিন্ন গ্রামের কয়েকশো মাটির বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। উপড়ে পড়ে বড় বড় গাছ ও ইলেকট্রিক খুঁটি। অনেকেই, দাঁতনে ১৯৯৮ সালের ঘূর্ণিঝড় টর্নেডোর কথা মনে করেন। এবারও, দাঁতন এক নম্বর ও দু’নম্বর ব্লকের বিভিন্ন গ্রামের প্রায় ৪০০-৫০০ দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হন এই ঘূর্ণিঝড়ে। জেলা তৃণমূলের তরফে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রিপল এবং চাল, ডাল, আলু, বিস্কুট সহ খাদ্যসামগ্রী ও পানীয় জল তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানান, “আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে যথাসাধ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি।”

ক্ষতিগ্রস্তদের পাশে:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

1 day ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

6 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago