Weather Update

Weather Update: দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা; শিলাবৃষ্টি হবে উত্তরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১ মে: উত্তর ও মধ্য ভারতে দু’টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। রাজ্য জুড়ে তাই আগামী শুক্রবার (৫ মে) পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলা বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। দক্ষিণবঙ্গেও ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বুধবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। শুক্রবার অবধি হালকা বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জেলায়। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি:

আজ, সোমবার (১ মে)-ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সকাল থেকে অবশ্য কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে কলকাতা, দুই মেদিনীপুর সহ বিভিন্ন জেলায়। বিকেলের দিকে আছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের কাছে দু’টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ফলেই রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে, ঘূর্ণাবর্ত ও কালবৈশাখীর প্রভাবে রাজ্যের সর্বোচ্চ, সর্বনিম্ন এবং গড় তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গেছে। দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গ জুড়ে গড় তাপমাত্রা চলতি সপ্তাহে ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অন্যদিকে, কৃষকদের আজ, সোমবার থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে। বিশেষত, বজ্রপাতের পূর্বাভাস থাকায় মেঘ করলে বা বৃষ্টি শুরু হলে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মাঠে থাকা ফসলেরও অতিরিক্ত বৃষ্টি বা শিলা বৃষ্টিতে ক্ষতি হতে পারে বলে আগাম জানিয়ে দেওয়া হয়েছে।।

এদিকে, ভরা গ্রীষ্মে যেভাবে বর্ষার আমেজ উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে, তার নতুন ব্যাখ্যা দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তাঁদের মতে, দেশবাসী যাকে ‘শীতের ভগীরথ’ হিসাবে চেনে, সেই পশ্চিমী ঝঞ্ঝাই গ্রীষ্মে ত্রাতার ভূমিকায়! আবহবিদরা বলছেন, ঝঞ্ঝার জন্ম হয় ভূমধ্যসাগরে। বাংলা থেকে অন্তত ৬ হাজার কিলোমিটার দূরে। ভূমধ্যসাগর-জাত ঝঞ্ঝা ইরান, আফগানিস্তান, পাকিস্তান; তারপর জম্মু-কাশ্মীর হয়ে ভারতে ঢোকে। এরপর হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম হয়ে সরে যায় অরুণাচল প্রদেশের দিকে। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় (আলিপুর আবহাওয়া দপ্তরের) অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা, “বেশ কিছু ঝঞ্ঝা উত্তর হিমালয় হয়ে সরে যায়, সেগুলোর প্রভাব আমরা তেমন একটা পাই না। কিছু ঝঞ্ঝা অনেকটা দক্ষিণ অক্ষাংশে সরে আসে। তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দেশের সমতলের একটা বড় অংশ বৃষ্টি পায়। যেমনটা হচ্ছে এখন।”

কালো মেঘে ঢেকেছে মেদিনীপুরের আকাশ (নিজস্ব চিত্র):

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago