দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: ২০০৬ সালের ১৭ নভেম্বর পথচলা শুরু হয়েছিল ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় (ডেবরা কলেজ)-এর। মাত্র ১৬ বছরের মধ্যেই সর্বভারতীয় ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (National Assessment and Accreditation Council)- এর বিচারে ‘এ’ গ্রেড (A- Grade) কলেজে উন্নীত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ উজ্জ্বল করলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন এই কলেজ। প্রসঙ্গত, ন্যাকের (NAAC) বিচারে ২০১৭ সালে ডেবরা কলেজ পেয়েছিল ‘বি’ গ্রেড (স্কোর- ২.০১)। মাত্র পাঁচ বছরের মধ্যেই অফলাইন (ক্যাম্পাস ভিসিট বা পরিদর্শন) ও অনলাইন (তথ্যের ভিত্তিতে) ১.০১ স্কোর বাড়িয়ে ‘এ’ গ্রেড তথা ৩.০২ স্কোর (৪-এর মধ্যে ৩.০১ থেকে ৩.২৫ স্কোর করলে ‘এ’ গ্রেড পাওয়া যায় ন্যাকের বিচারে) অর্জন করলো এই কলেজ। উল্লেখ্য যে, প্রতি পাঁচ বছর অন্তর ন্যাকের পরিদর্শন হয়। ২০১৭ সালের পর ২০২২ সালের মার্চ মাসে পুনরায় ন্যাকের কাছে আবেদন জানানো হয়। তারপর থেকেই শুরু হয়ে যায় অনলাইন ভ্যারিফিকেশন। তবে, ন্যাকের প্রতিনিধি দল সশরীরে কলেজ পরিদর্শন করেন চলতি বছরের (২০২২) ১৮ ও ১৯ অক্টোবর। ফলাফল জানানো হয় গতকাল অর্থাৎ ২৬ অক্টোবর।

এই বিষয়ে কলেজের অধ্যক্ষা ড. রূপা দাশগুপ্ত জানিয়েছেন, “কলেজের ছাত্র-ছাত্রী, আমার সহকর্মী তথা অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় মাত্র পাঁচ বছরের মধ্যে ‘বি’ গ্রেড থেকে আমাদের এই কলেজ ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছে। যা সত্যিই গর্বের ও আনন্দের! কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আমরা নিয়োজিত।” উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয় তথা ডেবরা কলেজের দায়িত্ব নিয়েছেন ড. দাশগুপ্ত। তারপর থেকেই, প্রায় প্রতিটি ক্ষেত্রে কলেজের প্রভূত উন্নতি হয়েছে বলে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরা জানিয়েছেন।












