দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১২ জুন: গরমে নাজেহাল পড়ুয়ারা আগামী দু’দিন (শুক্রবার ও শনিবার) রাজ্যের সমস্ত স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের। ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরই শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ (শুক্রবার) ও ১৪ জুন (শনিবার) রাজ্যের সরকারি ও সরকার পোষিত সমস্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (মাদ্রসা সহ) স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ, বিশ্ববিদ্যালয়ে) শিখন প্রক্রিয়া (teaching-learning activities) বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দু’দিন ছাত্রছাত্রীদের জন্য স্কুল, কলেজ ছুটি। তবে, শিক্ষকদের স্কুলে আসতে হবে। তীব্র দাবদাহের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে বলেই এই সিদ্ধান্ত। এমনটাই জানা গেছে শিক্ষা দপ্তর সূত্রে।