দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা জারি হলো। পশ্চিম মেদিনীপুরের ডিআই (সেকেন্ডারি) ছিলেন স্বপন সামন্ত। আগামী ৩০ নভেম্বর তিনি অবসর গ্রহণ করবেন। তাঁর জায়গায় পশ্চিম মেদিনীপুরের ডিআই (সেকেন্ডারি) হয়ে আসছেন অমিত রায়। তিনি কলকাতায় প্রাথমিক শিক্ষার সহকারী বিদ্যালয় পরিদর্শক ছিলেন।


এছাড়াও, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ডিআই (সেকেন্ডারি)-দেরও বদলি করা হচ্ছে। দেবাশিস সমাদ্দার দক্ষিণ দিনাজপুরের ডিআই ছিলেন। তাঁকে উত্তর দিনাজপুরের ডিআই করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের ডিআই হচ্ছেন সুজয়কৃষ্ণ মোহান্ত। তিনি উত্তর দিনাজপুরের এডিআই (প্রাথমিক) ছিলেন।











