দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি (Shri Khursheed Ali Qadri)। তিনি হুগলির জেলাশাসক হচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন শ্রী বিজিন কৃষ্ণা (Bijin Krishna)। তিনি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ছিলেন। ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন কাশ্মীরের বাসিন্দা খুরশিদ আলি কাদেরি। জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ২০১৩ ব্যাচের এই আইএএস (IAS) অফিসার। অপরদিকে, ২০১২ সালের আইএএস বিজিন কৃষ্ণাও একজন সুদক্ষ প্রশাসক হিসেবেই পরিচিত।

প্রসঙ্গত, সোমবার ধাপে ধাপে রাজ্যের ১৪ জন জেলাশাসককে বদলির নির্দেশিকা জারি করে ‘নবান্ন’। সেই তালিকায় আছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামও। এসআইআর (SIR) ঘোষণার দিনই একসাথে রাজ্যের ১৪ জন জেলাশাসক সহ অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও ও বিভিন্ন দপ্তরের কয়েকশ আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়। স্বাভাবিকভাবেই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এটা নেহাতই রুটিন বদলি মাত্র!











