দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ১৩২নং বুথের বিএলও (BLO) কবিতা রাউত দে-র স্বামী স্বপন দে। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিজেপি-র তরফে। চাপের মুখে পড়ে রবিবার সকালে কবিতার সাফাই, ‘আমার পক্ষে ওই ডোর টু ডোর এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়! আমার অসুবিধা হচ্ছে বলেই স্বামী সাহায্য করছেন।’

thebengalpost.net
স্ত্রী-র হয়ে ফর্ম বিলি করছেন স্বামী:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

পিংলা বিধানসভার অধীন খড়গপুর ২নং ব্লকের সাঁকোয়া অঞ্চলের ১৩২ নং বুথ (তেঁতুলমুড়ি রামকৃষ্ণ শিক্ষা নিকেতন)-এর বিএলও কবিতা রাউত দে। পেশায় তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। অভিযোগ, তাঁর স্বামী স্বপন দে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুভাষ দে’কে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি করছেন। শনিবার বিকেল থেকেই সমাজমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও-তে এলাকার এক ভোটার সরাসরি স্বপনকে প্রশ্ন করেন, ‘আপনার স্ত্রী বিএলও। কিন্তু, আপনি কেন ফর্ম বিলি করছেন?’ সেইসময়ও স্বপনের পাশেই ছিলেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য সুভাষ দে। ওই ব্যক্তিকে কোন সদুত্তর দিতে পারেননি স্বপন। শনিবার রাতেই জেলা বিজেপি-র নেতা অমূল্য মাইতি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। রবিবার অমূল্য বলেন, ‘গোটা খড়্গপুর-২ নং ব্লক জুড়েই এই ধরনের অনৈতিক কাজ চলছে। আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।’ অন্যদিকে, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষ দে বলেন, ‘মিথ্যে অভিযোগ। উনি (স্বপন দে) ফর্ম বিল করছিলেন। আমি সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তাই দেখতে গিয়েছিলাম কি ফর্ম বিলি করছেন।’ বিএলও কবিতা রাউত দে-র সাফাই, তাঁর অসুবিধার জন্যই স্বামী সাহায্য করছেন। আর, সঙ্গে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২) থাকাটা নিয়ম। যদিও এক্ষেত্রে বিএলএ-র পরিবর্তে কেন গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন বা তাঁর পরিবর্তে কেন তাঁর স্বামী এনিউমারেশন ফর্ম বিলি করছিলেন, সেই উত্তর মেলেনি কবিতার কাছ থেকে।

thebengalpost.net
কবিতা দে রাউত: