thebengalpost.net
অপেক্ষাই সার:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির ‘ভ্যালেন্টাইনস ডে’ মানেই ছিল সরস্বতী পুজো। বাঙালির সেই প্রেম দিবসেই প্রেমিকার ডাকে সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস করতে হলো প্রেমিককে! ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সমাজমাধ্যমের দৌলতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুর এলাকার বছর আঠারোর এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল হাওড়ার বাগনানের মদনমোহনপুর এলাকার বছর আঠারোর এক যুবকের। প্রেমের বয়স নাকি মেরেকেটে এক বছর।

thebengalpost.net
অপেক্ষাই সার:

thebengalpost.net
বিজ্ঞাপন:

শুক্রবার, সরস্বতী পুজোর দিন সেই প্রেমিকার ডাকে সাড়া দিয়েই বাগনান থেকে সবংয়ে এসে পৌঁছেছিলেন প্রেমিক। কবি যতই বলুন না কেন, ‘আঠারাে বছর বয়সের নেই ভয়…!’ তবুও, এতটা পথ। তাই সাথে নিজের বন্ধুকেও নিয়েছিলেন তরুণ প্রেমিক। বহু কাঠখড় পুড়িয়ে, শুক্রবার বিকেল নাগাদ তাঁরা পৌঁছেছিলেন সবংয়ের বিষ্ণুপুর বাজারে। সেখানেই ‘অপেক্ষা’ করতে বলেছিলেন প্রেয়সী। তবে, শেষমেশ অবশ্য ‘ধোঁকা’ দেন বছর আঠারোর প্রেমিকা। বিকেল গড়িয়ে রাত হয়। পৌঁছননি তিনি! শেষমেশ দুই বন্ধুকে সবং থানার হাজতেই রাত্রিবাস করতে হয়।

ঠিক কি হয়েছিল?: শুক্রবার দুপুরে বাগনান থেকে বাসে করে রওনা দিয়েছিলেন দুই বন্ধু। ডেবরাতে নেমে, সেখান থেকে ফের বাসে করে মোহাড়ে পৌঁছন তাঁরা। মোহাড় থেকে পায়ে হেঁটে সবংয়ের বিষ্ণুপুরে। বিকেল চারটা থেকে অপেক্ষা শুরু হয়। ‘শিশিরের শব্দের মতো’ সন্ধ্যা নামে। রাত্রি তখন ৮টা হবে, বিষ্ণুপুর বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন দুই বন্ধু। সেইসময়ই ফোনে প্রেমিকা জানায়, ‘আজ দেখা করা সম্ভব নয়! রাতটা যেভাবেই হোক কাটিয়ে দাও, সকালে দু’জনে পালিয়ে যাব একসাথে!’ এদিকে, দোকান বন্ধ করার সময় মনে সন্দেহ জাগে দোকানদারের। বাইরের অচেনা দুই যুবক সেই বিকেল থেকে বসে! এখন আবার রাত কাটানোর কথা আলোচনা করছে! তিনিই স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানান। সেখান থেকে খবর যায় সিভিক পুলিশের কাছে। কিছুক্ষণের মধ্যেই সবং থানার পুলিশ এসে দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। কথাবার্তাতে অসঙ্গতি ধরা পড়ে। তারপরই আটক করে নিয়ে যাওয়া হয় দু’জনকে। পুলিশের জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন দুই যুবক। কাঁদতে কাঁদতে পুলিশ কাকুদের সব কথা খুলে বলেন। খবর দেওয়া হয় দুই যুবকের বাড়িতে। শনিবার বিকেল পরিবারের সদস্যরা এসে তাঁদের বাড়ি নিয়ে যান। আর এভাবেই বাঙালির প্রেম দিবসে আরও এক ‘ব্যর্থ’ প্রেমের গল্প লেখা হলো সবং থানায়! (ছবি- প্রতীকী, এআই দ্বারা নির্মিত।)