দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: নিজের কাজে মেদিনীপুর শহরে যাবেন বলে বাইক নিয়ে বেরিয়েছিলেন। বাড়ি থেকে কয়েক মিটার দূরেই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল বছর ৫৮’র রূপক চৌধুরীর! তিনি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বগছড়ি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬-টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বগছড়ি বাসস্ট্যান্ডের অদূরেই। ঘটনায় অপর বাইকের দুই আরোহীও আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। একজনের অবস্থা রীতিমত আশঙ্কাজনক বলেও জানা গেছে হাসপাতাল সূত্রে।

thebengalpost.net
দুর্ঘটনা গ্রস্থ একটি বাইক :

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উল্টো দিক থেকে (মেদিনীপুর শহর থেকে কেশপুরগামী) দ্রুতগতিতে যাওয়া একটি বাইকের সঙ্গে বগছড়ির বাসিন্দা রূপক চৌধুরীর বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে ৩ জনই মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম হন। দ্রুত স্থানীয়দের সহায়তায় ৩ জনকেই উদ্ধার করে মেদনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় সন্ধ্যা ৭-টা নাগাদ। এর মধ্যে, রূপক চৌধুরী এবং অপর বাইকের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয় হাসপাতালের তরফে। রাত্রি সাড়ে ৮-টা নাগাদ বছর ৫৮’র রূপক চৌধুরীর মৃত্যু হয় বলে পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে। অপর বাইকের দুই আরোহীর নাম যথাক্রমে প্রদীপ মান্না ও মনোজ মান্না বলে হাসপাতালের একটি সূত্রে জানা গেছে। এও জানা গেছে, দুই যুবকই শালবনী ব্লকের বেঁউচা এলাকার বাসিন্দা। শেষ খবর পাওয়া পর্যন্ত (বৃহস্পতিবার রাত্রি ১১টা), তাঁরা দু’জনই মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীদের মতে, মেদিনীপুর শহরের দিকে থেকে কেশপুরের দিকে যাওয়া ওই দুই যুবকের বাইকের গতিবেগ অত্যন্ত বেশি থাকাতেই এই দুর্ঘটনা! কারুর মাথাতেই হেলমেট ছিলোনা বলেও স্থানীয় একটি সূত্রে দাবি করা হয়েছে। যদিও, পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।