দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৪ আগস্ট : লরি চালকের অজ্ঞতায় বেঘোরে প্রাণ গেল এক কিশোরের। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে লরির ধাক্কায় অকালে প্রাণ গেল বছর ১৩’র এক কিশোরের; আহত হয়েছেন আরো এক ব্যক্তি! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এফসিআই গোডাউনের রাস্তায়। ওই লরি চালক মদ্যপ ছিল বলে অভিযোগ। তাকে আটক করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া মেদিনীপুরে!

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা নাগাদ এফসিআই গোডাউনের একটি লরি মদ্যপ অবস্থায় চালাচ্ছিল এক লরি চালক। রাঙ্গামাটি থেকে এফসিআই গোডাউনের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহী ও এক সাইকেল আরোহী’কে ধাক্কা মারে! সাইকেল আরোহী ছিল মাত্র ১৩ বছরের কিশোর। লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই কিশোর! গুরুতর আহত অবস্থায় বাইক আরোহী কে স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করে। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সাথে আটক করে ওই মদ্যপ লরি চালককে।











