দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: পশ্চিম মেদিনীপুরে নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির! গোয়ালতোড় থানার হুমগড় এলাকায় শিলাবতী নদীর উপরে ভগ্নপ্রায় কাঠের ব্রিজ থেকে পড়ে, নদীর জলে তলিয়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে বড়নগরা গ্রামের মাঝবয়সী ওই ব্যক্তি ব্রিজ থেকে নিচে পড়ে যান। তাঁর নাম অনিল দুলে বলে জানা গেছে। ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজা হলেও, তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি! পরদিন অর্থাৎ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা শিলাবতী নদীর জলে অনিলের দেহ ভাসতে দেখেন। এরপরই, পুলিশের সহায়তায় মৃতদেহ উদ্ধার করা হয়। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে!

thebengalpost.in
নদীতে তলিয়ে গিয়ে পশ্চিম মেদিনীপুরে এক ব্যক্তির মৃত্যু :

উল্লেখ্য যে, প্রতি বছর বর্ষা নামার আগে এই ব্রিজের বেহালদশা হয়। এলাকার মানুষের দাবি, পাকাপোক্ত ভাবে শিলাবতী নদীর উপর ব্রিজ প্রয়োজন। না হলে, এই ধরনের দুর্ঘটনা আগামী দিনেও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার লোকজন। এলাকার মানুষ এও অভিযোগ জানিয়েছেন, গত তিন মাস ধরে ভগ্নপ্রায় কাঠের ব্রিজ সংস্কারের কাজ চলছে তো চলছেই! যে কোন প্রয়োজনে, কুড়ি কিলোমিটার রাস্তা ঘুরে শহরে যেতে হচ্ছে। ফলে, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।