দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: সাতসকালেই ভয়াবহ পথ-দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায়। শুক্রবার সকাল ৮টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ৬০নং জাতীয় সড়কের উপর কুবাই ব্রিজে ওঠার ঠিক মুখে উল্টে যায় পিকাপ ভ্যান। পিকাপ ভ্যানে প্রায় ১৬ জন শ্রমিক ছিলেন। গুরুতর জখম হন সকলেই। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সামিম মন্ডল (২১)।

বাকিদের মধ্যে অন্তত ২-৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই ৮ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে। বাকিদেরও রেফার করা হতে পারে বলে শালবনী হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এবং শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। সুজয় বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা! ওই শ্রমিকরা চন্দ্রকোনা রোডের গুয়াইদহ এলাকা থেকে পিকআপ ভ্যানে চেপে কাজে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে কেউ রাজমিস্ত্রি, আবার কেউ জোগাড়ের কাজ করে বলে জানতে পেরেছি। আহত ব্যক্তি ও তাঁদের পরিজনদের পাশে থাকার জন্যই আমরা হাসপাতালে ছুটে এসেছি।” ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ৬০নং জাতীয় সড়ক ধরে চন্দ্রকোনা রোডের দিক থেকে দ্রুতগতিতে ওই পিকআপ ভ্যান শালবনীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই জানিয়েছেন, উড়ালপুলে ওঠার ঠিক আগেই দ্রুত গতিতে থাকা ওই পিকআপ ভ্যানের সামনে একজন সাইকেল আরোহী চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়েই উল্টে যায় পিকআপ ভ্যানটি। দ্রুত স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শালবনী হাসপাতালে পাঠানো হয়। সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।