Accident

Paschim Medinipur: ভাইকে রাখি পরিয়ে ফেরার পথে দিদির মর্মান্তিক মৃত্যু! পশ্চিম মেদিনীপুরে একই দিনে দুর্ঘটনার বলি ৩, আহত একাধিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরেই সাংবাদিক বৈঠক থেকে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরী জানিয়েছিলেন, “পথ নিরাপত্তা অভিযানের ফলে, গত কয়েক মাসে জেলায় দুর্ঘটনার পরিমাণ ২৫ শতাংশ কমেছে।” আর, সেই বৃহস্পতিবার (৩১ আগস্ট)-ই সকাল থেকে রাত্রি অবধি একাধিক দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হল ৩ জনের। আহত একাধিক। বৃহস্পতিবার সাত সকালেই গড়বেতার ধাদিকার কাছে ভাটমারার জঙ্গল সংলগ্ন এলাকায়, ৬০ নং জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। মৃত দুই যুবকের নাম হল যথাক্রমে- যদু সরকার (৩০) ও তাপস শিকারী (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন তীব্র গতিতে বাইক ছুটিয়ে বিষ্ণুপুর থেকে গড়বেতার দিকে আসছিলেন ওই দুই যুবক। দু’জনের মাথাতেই ছিলো না হেলমেট। ভাটমারার জঙ্গল রাস্তাতে তীব্রগতির কোন চার চাকার সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা যায়। আর, তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় যদু সরকার নামে ওই যুবকের। তাপস-কে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা নাগাদ তাঁরও মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়ির সন্ধান চালানো হচ্ছে বলেও জানা গেছে।

মেদিনীপুর মেডিক্যালে মৃতের পরিবারের হাহাকার:

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে কেশপুরের মুগবসান সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল বছর ৩১-র গৃহবধূ তনুশ্রী পালের। জানা যায়, বুধবার নিজের ভাইকে রাখি পরিয়ে বৃহস্পতিবার স্বামীর বাইকে চেপে সপরিবারে শ্বশুরবাড়িতে ফিরছিলেন তনুশ্রী। তাঁর কোলে ছিল ২ বছরের মেয়ে। মাঝখানে বসে ছিল তাঁদের বছর দশেকর (পঞ্চম শ্রেণির ছাত্রী) বড় মেয়ে। তনুশ্রী-র পরনে ছিল নতুন শাড়ি। আর, সেটাই যেন কাল হলো! মুগবসানের কাছে তাঁদের বাইক একটি হাম্প (স্পিড ব্রেকার বা বাম্পার) পেরোনোর সময়ই ভারসাম্য হারিয়ে রাস্তার উপর পড়ে যান তনুশ্রী। তাঁর কোলে থাকা শিশুর তেমন আঘাত না লাগলেও, মাথায় মারাত্মক চোট পান তনুশ্রী। দ্রুততাকে উদ্ধার করে মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে জেলা জুড়ে। তনুশ্রীর পরিজনেরা হাহাকার করতে থাকেন হাসপাতালে! জানা যায়, কেশপুর ব্লকের ৩ নং অঞ্চলের কটা গ্রামে তনুশ্রী-র বাপের বাড়ি। সেখান থেকেই স্বামীর বাইকে চেপে মুকসুদপুরে শ্বশুরবাড়ি ফিরছিলেন। মাঝপথেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা! তনুশ্রী-র মাথায় হেলমেট ছিলোনা বলেই প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আজ, শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তনুশ্রী-র দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানা গেছে।

এছাড়াও, বৃহস্পতিবার বিকেল নাগাদ মেদিনীপুর শহরে ঢোকার মুখে কেরানীচটি সংলগ্ন এলাকায় একটি নিশ্চয়যানের সঙ্গে তীব্র গতির একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী। তাঁকে উদ্ধার করে মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিশ্চয়যানটি পুলিশ আটক করলেও, চালক পলাতক বলে জানা গেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে, বৃহস্পতিবার রাত্রি ন’টা নাগাদ মেদিনীপুর শহরের রাঙ্গামাটি উড়ালপুলের উপরও ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। এক বেপরোয়া বাইক চালক উল্টো দিক থেকে আসা অপর একটি বাইকে এবং এক পড়ুয়ার সাইকেলে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইকে থাকা দুই আরোহী এবং সাইকেলে থাকা ক্লাস এইটের ছাত্র। সে টিউশন পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল বলে জানা যায়। স্থানীয়দের তৎপরতায় তিনজনকেই উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয়দের দাবি, বেপরোয়া বাইক চালকদের তাণ্ডবে ওই উড়ালপুলে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। ফলে, উড়ালপুলের উপর পুলিশি নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago