Business

Midnapore: শনিবার সাত সকালেই ‘শ্রীলেদার্স’ শোরুমের উদ্বোধন মেদিনীপুর শহরে! ভিড় সামলানোই সবথেকে বড় চ্যালেঞ্জ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: ৬৭৫০ স্কোয়ার ফুট জায়গার উপর সুবিশাল জুতোর শো-রুম। মেদিনীপুর শহরের সবথেকে বড় জুতোর শো-রুম বলেই দাবি কর্তৃপক্ষের। মেদিনীপুরবাসীর বহু প্রতীক্ষিত সেই ‘শ্রীলেদার্স’ (Sreeleathers) শো-রুমের উদ্বোধন হচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮-টায়। শুক্রবার দুপুরে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে (SBI ব্যাঙ্কের ঠিক পেছনে)-র ঝাঁচকচকে নতুন শো-রুমে সাংবাদিক বৈঠক করে শ্রীলেদার্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়, “এখন থেকে আপনাদের আর কলকাতার ধর্মতলার (লিন্ডসে স্ট্রিট) শো-রুমে যাওয়ার প্রয়োজন নেই। জুতো ছাড়াও এই শো-রুমেও আপনারা ব্যাগ, মানি পার্স, বেল্ট সহ সবকিছুই পাবেন। আমরা আশাবাদী মেদিনীপুরবাসী এখানকার স্টক ও পরিষেবাতে আপ্লুত হবেন।”

Sreeleathers, Midnapore:

তাঁরা এও জানান, “উদ্বোধনী দিনে অর্থাৎ প্রথম দিন (শনিবার) প্রথম ২০০০ গ্রাহকের জন্য একটি আকর্ষণীয় উপহার (ব্যাগ) থাকছে। তবে, সেক্ষেত্রে অন্তত ৯৯৯-টাকার কেনাকাটা করতে হবে। প্রথম দিন সকাল ৮-টা থেকে যতক্ষণ পর্যন্ত গ্রাহকরা থাকবেন, ততক্ষণ শো-রুম খোলা থাকবে।” অন্যান্য দিন সকাল ৯টা থেকে রাত্রি ৯টা (বা, ১০টা) পর্যন্ত শো-রুম খোলা থাকবে বলেও প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছেন। প্রথম দিনের ভিড় সামলানোর জন্য তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলেও এদিনের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কর্তৃপক্ষ। শ্রীলেদার্সের দুই ডিলারশিপ ম্যানেজার, যথাক্রমে- সুমন শীল ও সোহম দাশগুপ্ত জানান, “প্রশাসনের কাছ থেকে আমরা প্রয়োজনীয় সাহায্য চেয়েছি। একইসঙ্গে আমাদের ৭০-৮০ জন ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক থাকবেন। রোদ-বৃষ্টির হাত থেকে গ্রাহকদের মুক্তি দিতে শোরুমের সামনের দুই পাশের রাস্তাতে চাঁদোয়া খাটানো হয়েছে।” মজা করে তাঁরা এও জানিয়েছেন, “কোন সেলিব্রেটিকে দিয়ে আমরা শো-রুমের উদ্বোধন করাচ্ছি না। আমাদের প্রথম গ্রাহকই শ্রীলেদার্স, মেদিনীপুরের উদ্বোধন করবেন।”

বাঁকুড়ার পর জঙ্গলমহলে এটাই তাঁদের দ্বিতীয় শো-রুম বলে জানানো হয়েছে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের শোরুমের বরাত একই ব্যক্তি বা সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান ‘শ্রীলেদার্স’ (Sreeleathers, Kolkata)- এর দুই ডিলারশিপ ম্যানেজার। বরাত পাওয়া ওই সংস্থার তরফে উপস্থিত ছিলেন উত্তম চেল। তিনি জানান, “এই আবাসনের (রবীন্দ্রনগরের) দু’টি তলা মিলিয়ে ৬৭৫০ স্কোয়ার ফুটের উপর অমরা শোরুম গড়ে তুলেছি। তবে, আপাতত প্রথম তলা-টি (৩৭৫০ স্কোয়ার ফুট) শোরুম হিসেবে ব্যবহৃত হবে। দোতলা-টি স্টোর রুম হিসেবে থাকবে। সেখানে আমাদের প্রচুর স্টক থাকছে।” মেদিনীপুর শহরের এই শোরুমে মোট ৪০ জন কর্মী পরিষেবা দেওয়ার জন্য থাকছেন বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এর মধ্যে, মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার ২২ জনকে নতুনভাবে নিয়োগ করা হয়েছে এবং অভিজ্ঞতা সম্পন্ন ১৮ জন কর্মীকে বাঁকুড়ার শোরুম থেকে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

মেদিনীপুর শহরের শো-রুম:

শ্রীলেদার্স মেদিনীপুর:

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

14 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

3 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

6 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

7 days ago