দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: ভয়াবহ ঘটনা বললেও কম বলা হয়! সাত সকালেই ঘটে গেল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকায় জাতীয় সড়কের উপর। আজ (সোমবার) সকালে খড়্গপুরের এক চিকিৎসক তাঁর স্ত্রী সহ পরিবারের সদস্যদের নিয়ে দীঘা যাচ্ছিলেন নিজেদের প্রাইভেট গাড়িতে করে। ৬০ নম্বর জাতীয় সড়কের উপর নারায়ণগড় থানার উকুনমারির কাছে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে তাঁদের প্রাইভেট গাড়ির সামনের অংশে ধাক্কা মারে। জাতীয় সড়কের উপর এইভাবে বেপরোয়া ট্রাক চালানোর প্রতিবাদ করতে নেমেছিলেন চিকিৎসক সহ তাঁর পরিবারের সদস্যরা। ওই ট্রাকটিকে আটকে সতর্ক করছিলেন তাঁরা। তা করতে গিয়েই বাকবিতণ্ডা শুরু হয়। এর মধ্যেই ওই ট্রাক চালক ট্রাক চালিয়ে দেন চিকিৎসক সহ তাঁর পরিবারের সদস্যদের উপর দিয়ে! ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় বছর ৫৫-এর চিকিৎসক (গ্রামীণ চিকিৎসক) গৌতম মুখার্জি’র। তাঁর পরিবারের আরো দুই সদস্য আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদিকে, খবর পাওয়ার পরই নারায়ণগড় থানার পুলিশ ওই ঘাতক ট্রাক এবং খুনি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকেই জেলা জুড়ে ঘন কুয়াশার দাপট। তার মধ্যেই কাকভোরে দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন খড়্গপুরের ওই মুখার্জি পরিবার। চিকিৎসক গৌতম মুখার্জি এবং তাঁর স্ত্রী সহ পাঁচ জন ছিলেন নিজেদের মারুতি ৮০০ গাড়িতে। ৬০ নং জাতীয় সড়কে একটি ট্রাক তাঁদের প্রাইভেট কারকে ওভারটেক করতে গেলে প্রাইভেট কারের সামনের অংশে ধাক্কা লাগে। সকাল সাড়ে সাতটা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর উকুনমারির কাছে (নারায়ণগড় থানার অন্তর্গত) এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর প্রাইভেট কারের যাত্রীরা নেমে ওই লরি চালককে আটকে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর লরি চালক লরি নিয়ে এগিয়ে যেতে চাইলে চিকিৎসক গৌতম মুখার্জি লরি বা ট্রাক’টির সামনে দাঁড়িয়ে তাঁকে আটকাতে যান। তখনই তাঁর ওপর দিয়ে চলে যায় ট্রাকটি! ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যান চিকিৎসক। ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। আহত দু’জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মকরামপুর হাসপাতালে। মৃতদেহ সংগ্রহ করেছে নারায়ণগড় থানার পুলিশ। ঘাতক লরি ও তার চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী। অনেকেই জাতীয় সড়কের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন! এদিকে, খড়্গপুরে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…