দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: রাত পোহালেই ফোঁটা দেওয়ার কথা ছিল। সেই উপলক্ষেই, বোনকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছিলেন ভাই (দাদা)। ফোঁটা আর দেওয়া হল কই! যমের দুয়ারে ‘কাঁটা’ফেলার আগেই, ভাইকে (দাদাকে) কেড়ে নিলেন যমরাজ! মর্মান্তিক বাইক দুর্ঘটনায় বোনের চোখের সামনেই প্রাণ হারালেন দাদা। বুধবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত কুলিগাড়িয়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।

thebengalpost.net
দুর্ঘটনায় মৃত্যু:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বোনের বাড়ি বেলদা থানার শাউরির দামোদরপুর এলাকায়। ভাইফোঁটা উপলক্ষে, বোনকে তাঁর শ্বশুরবাড়ি থেকে নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দাদার! দাদার বাড়ি কেশিয়াড়ি থানার কাঁড়ারোল গ্রামে। দাদার নাম কালিশংকর খাটুয়া। বয়স আনুমানিক ৬০। তাঁর বাইকের পেছনে চেপে যাচ্ছিলেন বোন নিস্তারিনী ভূঁইয়া (বয়স আনুমানিক ৫০)। বুধবার বিকেলে বেলদা থানার কুলিগেড়িয়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দাঁতন থেকে বেলদাগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক দাদার। বোনকে গুরুতর আহত অবস্থায় বেলদা থানার পুলিশ উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। উদ্ধার করা হয় তাঁর দাদার মৃতদেহও। উত্তেজিত জনতা প্রাইভেট কারের ভেতরে থাকা যাত্রীদের ঘিরে বিক্ষোভ দেখায়। পরে ঘটনাস্থলে পৌঁছে বেলদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৬০ নম্বর জাতীয় সড়কের সাময়িক যান চলাচল ব্যাহত হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে বেলদা থানার পুলিশ।

thebengalpost.net
জাতীয় সড়কের উপর দুর্ঘটনা:

thebengalpost.net
Advertisement: