দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো ঘাটালের দাসপুরের অন্তর্গত রাজনগর গ্রাম। দুপুর বেলায় বাড়ির চালাঘরে ভাত খাওয়ার সময় প্রতিবেশীর বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো একই পরিবারের দুই অন্তঃসত্ত্বার। মৃতাদের নাম নিরঞ্জনা দোলই (২১) এবং খুশি দোলই (১৯)। তাঁরা সম্পর্কে একে অপরের জা ছিলেন। দু’জন যথাক্রমে ৪ মাস ও ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে!

thebengalpost.in
মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! দেওয়াল চাপা পড়ে মৃত্যু একই পরিবারের দুই অন্তঃসত্ত্বা জায়ের :

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, সোমবার দুপুর বেলায় (আড়াইটা-তিনটা নাগাদ) হঠাৎই অজিত বরদোলই নামের এক ব্যক্তির মাটির বাড়ির একাংশ ভেঙে পড়ে প্রতিবেশী শম্ভুনাথ দোলইয়ের বাড়িতে। আর, তাতেই তাদের বাড়ির দেওয়ালও ভেঙে পড়ে হুড়মুড়িয়ে! চাপা পড়ে যান ওই দুই মহিলা সহ পরিবারের ৬ জন সদস্য। পরিবারের অন্যান্য সদস্যরা বেরিয়ে আসতে পারলেও আটকে পড়ে যান অন্তঃসত্ত্বা দুই বধূ। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে নিরঞ্জনা এবং খুশিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। কিন্তু, সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁদের। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকে মুহ্যমান গোটা গ্রাম! শোকের ছায়া নেমে এসেছে সারা জেলা জুড়েই।

thebengalpost.in
মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! দেওয়াল চাপা পড়ে মৃত্যু একই পরিবারের দুই অন্তঃসত্ত্বা জায়ের :