দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ শে জুলাই: আজ (২১ জুলাই) ঈদুজ্জোহা বা বকরী ঈদ। আর সেই দিনই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো মেদিনীপুর সদর ব্লকের দুই কিশোরের, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও একজন। ঘটনাটি ঘটেছে ৬০ নং জাতীয় সড়কের উপর, খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত সতকুঁইয়ের কাছে। মৃত দুই যুবকের নাম যথাক্রমে- সাজাহান খান (১৩) ও শেখ নাসির আলম (১৬)। সঙ্কটজনক কিশোরের নাম শেখ শহিদ (১৬)। তিনজনই মেদিনীপুর সদর ব্লকের (কোতোয়ালী থানার অন্তর্গত) পাঁচখুরি ৬/২ অঞ্চলের (রামনগর) বাসিন্দা বলে জানা গেছে।

thebengalpost.in
মর্মান্তিক দুর্ঘটনা :

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি স্কুটিতে করে ওই তিন কিশোর অত্যন্ত দ্রুতগতিতে খড়্গপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিলো। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা মেরে ২ জন একেবারে ট্রাকের তলায় চলে যায়। একজন দূরে ছিটকে পড়ে। ট্রাকের তলায় চলে যাওয়া দুই কিশোরের সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়। একজনের মাথায় হেলমেট থাকলেও, ভয়ঙ্কর দুর্ঘটনায় দু’জনকেই ট্রাক পিষে দিয়ে চলে যায়! অপরজনের অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে! ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর গ্রামীণ থানা ও কোতোয়ালী থানা।

thebengalpost.in
ওই স্কুটি :

অন্যদিকে, এদিনই সন্ধ্যায় খড়্গপুর শহরের টাউন থানা এলাকার ইন্দা এলাকায় (অটোয়াল পাম্পের কাছে) একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইবাজরা মেদিনীপুর শহরের দিকেই স্কুটি নিয়ে আসছিলো। বাইকে করে পিছু ধাওয়া করছিল, কয়েকজন যুবক। এই ঘটনার সঙ্গে, দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। তবে খড়্গপুর টাউন থানা সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের এখনও লিখিত অভিযোগ হয়নি, হলেই তদন্ত করে দেখা হবে!