দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: মেদিনীপুর শহরের উপকণ্ঠে রেললাইন সংলগ্ন কাঁসাই (কংসাবতী) নদীর পাড়ে পিকনিক করতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের! আশঙ্কাজনক আরও একজন। স্থানীয় সূত্রে জানা গেছে, রেল লাইনের উপরে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে মেদিনীপুর সদর ব্লকের দুই যুবকের। গুরুতর আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম যথাক্রমে- মুস্তাক আলি খান ওরফে মিঠু (৩৭), আবীর গায়েন ওরফে ছোটু (৩৫)। আহত যুবকের নাম, জুনমত গায়েন (৩৫)। মেদিনীপুর সদর ব্লকের রাজারবাগান এলাকার বাসিন্দা মুস্তাক এবং জুনমত। হাতিহলকার বাসিন্দা আবীর। রেল পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪ টা ৩৫ এর হাওড়াগামী লোকাল ট্রেন (মেদিনীপুর-হাওড়া, নম্বর ৩৮৮২৬) যখন মেদিনীপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল তখনই এই ভয়াবহ ঘটনাটি ঘটে!

thebengalpost.net
মর্মান্তিক দুর্ঘটনা:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিকনিক করার পর বিকেলের দিকে কাঁসাই বা কংসাবতী নদীর (Kangsavati River) উপর পুরানো রেল লাইনের একেবারে মাঝামাঝি জায়গায় ওই তিন যুবক সেলফি তুলতে মত্ত ছিল। ট্রেনের শব্দ শুনে, একেবারে শেষ মুহূর্তে ছুটে পালানোর চেষ্টা করে। রেল লাইন থেকে ফিরে আসার চেষ্টা করে ফাঁকা জায়গায়। তবে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে! ট্রেন ব্রেক কষলেও রক্ষা করতে পারেনি তিন যুবককে। কাঁসাই নদীর উপর ব্রিজের একেবারে শেষ প্রান্তে (বা, শুরু হচ্ছে যেখানে) ট্রেনের ধাক্কায় লুটিয়ে পড়ে তিনজন। একজনের ব্রিজ থেকে নিচে পড়ে মৃত্যু হয়। আরেকজন রেল লাইনের পাশেই পড়ে যায়, তাঁরও মৃত্যু হয়। রেল লাইনের পাশে পড়া আহত আরেক যুবককে উদ্ধার করে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে পাঠায় রেল পুলিশ। তবে, তাঁর অবস্থাও আশঙ্কাজনক! খবর পেয়ে, ঘটনাস্থলে আসে মেদিনীপুর স্টেশনের আরপিএফ বাহিনী।

thebengalpost.net
এখানেই ঘটে দুর্ঘটনা:

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :

ওসি (আরপিএফ/RPF) ভূপেন্দ্র কুমার যাদব বলেন, মেদিনীপুর স্টেশন থেকে কাঁসাই হল্ট যাওয়ার আগে বিকেল সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর থেকে হাওড়া গামী লোকাল ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁরা আবেদন জানান, “এইভাবে সেলফি তোলা বা বিপজ্জনকভাবে ঘোরাঘুরি থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে হবে। বারবার আবেদন জানানো হচ্ছে। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা খুব দুঃখজনক!”

thebengalpost.net
আরপিএফ ওসি:

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন):

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :